তরুণ প্রজন্মকে বই পড়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া।
শনিবার রাজধানীর বাংলা একাডেমীর একুশে বইমেলা প্রাঙ্গণে কয়েকটি গ্রন্থের মোড়ক উম্মোচন অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।
এসময় তিনি বলেন, তথ্য-প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ হতে হলেও তরুণ প্রজন্মকে বই পড়তে হবে। জ্ঞানার্জনের বিকল্প বই ছাড়া আর কিছু হতে পারে না। এ সময় তিনি লাইব্রেরি ব্যবহারের উপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন অস্তিত্বের আমি ও অনুভূতির সুবাস কাব্যগ্রন্থের কবি আমেরিকা প্রবাসী লেখক ড. বিমল সরকার এবং ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ’, বসন্ত এসে গেছে’ নূরে কাওসার তালুকদার অনুপাসহ লেখক ও কবিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয় বইগুলো বিক্রি থেকে অর্জিত সব অর্থই মানবতার সেবায় খরচ করা হবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন