রাজশাহী অনেক অবহেলিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘এই জনপদটি কেন জানি অবহেলিত। বিগত সরকারের সময়ে এখানে তেমন কোনো উন্নয়ন হয়নি। এখানে বরাবরই আওয়ামী লীগ কম ভোট পায়। মানুষ সব সময় অন্য জায়গায় ভোট দেন। তবে আওয়ামী লীগ সরকারে আসলেই বেশি সুবিধা পায়।
বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজশাহীতে শেখ কামাল আইটি ইনকিউবেটর ট্রেনিং সেন্টার উদ্বোধনকালে তিনি প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
এ উপলক্ষে রাজশাহীতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজশাহী জেলা প্রশাসক মো. হামিদুল হক।
উপস্থিত ছিলেন অনুষ্ঠানে রাজশাহী সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন, রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার, রাজশাহী বিভাগীয় কমিশনার মো. হুমায়ুন কবীর খোন্দকার, রাজশাহীর অতিরিক্ত পুলিশ কমিশনার সুজায়েত ইসলাম, রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরিফুল হক, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহীন আক্তার রেনী, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাজশাহী কলেজের অধ্যক্ষ মুহাম্মদ হবিবুর রহমান, মুক্তিযোদ্ধা ডা. আবদুল মান্নান, রাজশাহী শিক্ষা বোর্ড চেয়ারম্যান মো. মোকবুল হোসেন ছাড়াও সংশ্লিষ্ট কর্মকর্তাসহ আরও অনেকে।
বিডি-প্রতিদিন/মাহবুব