করোনাভাইরাসের কারণে ভারতের বিভিন্ন স্থানে তাবলীগ জামাতে অংশ নিতে গিয়ে বাংলাদেশের ৩০০ জন নাগরিক আটকা পড়েছেন। তাদের দিল্লি থেকে আকাশপথে দেশে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশ সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।
দেশে ফিরতে বাংলাদেশিদের দ্রুত নয়া দিল্লিস্থ বাংলাদেশ হাই কমিশনের [email protected] এই ই-মেইলে সংযুক্ত ছক অনুযায়ী নাম, পাসপোর্ট নম্বর, ই-মেইল ও বর্তমান ঠিকানাসহ নিবন্ধন করার আহ্বান জানানো হয়েছে।
এই বিষয়ে প্রয়োজনীয় যোগাযোগ করা যেতে পারে মুনিরুজ্জামান: +৮৮০১৬৭০০৭৭৩৭৭-এই নম্বরে।
বিডি প্রতিদিন/ফারজানা