করোনাভাইরাসের চলমান পরিস্থিতির মধ্যে সিঙ্গাপুর থেকে ১৮৫ জন বাংলাদেশি নাগরিক ঢাকায় ফিরেছেন। বুধবার সিঙ্গাপুর এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন তারা। সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, ঢাকায় পৌঁছানোর পরই তাদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। করোনা সংক্রমণ নেই, নিশ্চিত হলেই, তাদের বাড়ি ফেরার সুযোগ দেওয়া হবে। করোনাভাইরাস বিস্তার রোধে প্লেন যোগাযোগ বন্ধ থাকায় এসব নাগরিক সিঙ্গাপুর থেকে দেশে ফিরতে পারছিলেন না। পরে তাদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করে কর্তৃপক্ষ। এদিকে, প্লেনটির ফিরতি ফ্লাইটে বাংলাদেশ থাকা ৯৮ জন সিঙ্গাপুরের নাগরিক ঢাকা ছেড়েছেন জানিয়েছে অ্যাভিয়েশন কর্তৃপক্ষ।
বিডি-প্রতিদিন/শফিক