করোনাভাইরাস প্রতিরোধে ভারত সরকার ঘোষিত লকডাউনে কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আটকে পড়েছেন অনেকে। তাদের মধ্যে ২৪০ বাংলাদেশি বিশেষ ব্যবস্থাপনায় বেনাপোল চেকপোস্টে পৌঁছেছেন।
জানা যায়, ভারতজুড়ে লকডাউনের কারণে কলকাতার বিভিন্ন হাসপাতালে মানবেতর জীবন কাটানো বাংলাদেশিদের পাশে দাঁড়ায় বাংলাদেশের কলকাতাস্থ সোহাগ ও শ্যামলী এনআর ট্রাভেলস নামে দুটি পরিবহন সংস্থা। পশ্চিমবঙ্গ সরকারের বিশেষ অনুমতি নিয়ে ভারতে আটকে পড়া পাসপোর্ট যাত্রীদের দেশে ফেরাতে উদ্যোগ নেন পরিবহন দুটির মালিক পক্ষ। আটকে পড়া যাত্রীদের কাছ থেকে নামমাত্র ভাড়া নিয়ে গত ২ দিনে ২৪০ জন পাসপোর্ট যাত্রীকে পৌঁছে দিয়েছেন বেনাপোল সীমান্তের ওপারে ভারতের পেট্রাপোলে।
এ ব্যাপারে শ্যামলী এনআর পরিবহনের মালিক মনতোষ সাহা জানান, কলকাতা হাইকমিশনের উপ-হাইকমিশনার জামাল হোসেনের বিশেষ অনুরোধে তারা রাস্তায় গাড়ি নামিয়েছেন। চিকিৎসার জন্য আটকে পড়া মানুষের আহাজারি তাদেরকে লকডাউন ভাঙতে বাধ্য করেছে। আটকে পড়া যাত্রীরা চাইলে তারা পরিবহন চালু রেখে পরিসেবা চালিয়ে যাবে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম