দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থিত নিম্নচাপটি আরও কিছুটা উত্তর দিকে অগ্রসর হয়ে এখন দক্ষিণ বঙ্গোপসাগর তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।নিম্নচাপটি আরও শক্তি বৃদ্ধি করে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের সূত্রে জানা গেছে, নিম্নচাপটি আজ ১৬ মে দুপুরে মংলা সমুদ্র বন্দর থেকে ১৩৯৯ কিলোমিটার দক্ষিণে অবস্থান করে আরও বেগবান হয়ে উত্তর দিকে অগ্রসর হতে পারে। গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটার এর ভেতরে বাতাসের একটানা গড় গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার, যা ৭০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সাগর ঐ স্থানে বেশ উত্তাল।
সূত্র বলছে, এটি আজ রাতে ঘূর্ণিঝড় আম্ফানে পরিনত হতে পারে। ধীরে ধীরে বাংলাদেশের উপকূলীয় এলাকার দিকে অগ্রসর হওয়ায় এর প্রভাব বঙ্গোপসাগরে পড়তে শুরু করেছে। ধারনা করা হচ্ছে এটি ঘূর্ণিঝড় রূপে আগামী ২০ থেকে ২১ মে'র ভেতরে ভারতের উড়িষ্যা থেকে বাংলাদেশের বরিশাল উপকূলের ভেতরে যেকোনো স্থানে আঘাত করতে পারে।
খুব সম্ভবত এটি বাংলাদেশ উপকূলে আঘাত করতে পারে প্রবল শক্তি নিয়ে। আবহাওয়া অধিদপ্তর দেশের সকল সমুদ্র বন্দরে ১ নাম্বার দূরবর্তী সতর্ক সংকেত দিয়ে দিয়েছেন, পরে সতর্ক সংকেত দ্রুত বৃদ্ধি পেতে পারে।
বিডি প্রতিদিন/ফারজানা