ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার সাংবাদিক আনাস আল-শরীফ নিহত হয়েছেন।
গাজার আল-শিফা হাসপাতালের পরিচালক জানিয়েছেন, সাংবাদিকদের তাঁবু লক্ষ্য করে চালানো এই হামলায় ২৮ বছর বয়সী শরীফ মারা যান।
উত্তর গাজায় আল জাজিরা আরবির একজন পরিচিত সংবাদদাতা ছিলেন আল-শরীফ। আল-শিফা হাসপাতালের প্রধান ফটকের বাইরে সাংবাদিকদের জন্য স্থাপন করা একটি তাঁবুতে এই হামলা হয়।
সম্প্রতি, আল জাজিরা মিডিয়া নেটওয়ার্ক তাদের গাজা-ভিত্তিক সাংবাদিকদের বিরুদ্ধে ইসরায়েলি সেনাবাহিনীর ‘উস্কানিমূলক প্রচারণার’ নিন্দা জানিয়েছিল। বিশেষ করে আল-শরীফের বিরুদ্ধে এই ধরনের প্রচারণা চালানো হচ্ছিল।
গত জুলাই মাসে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আভিচাই আদ্রাই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে আল-শরীফকে হামাসের সামরিক শাখার সদস্য বলে দাবি করেন। এই দাবিটি সম্পূর্ণ মিথ্যা বলে প্রত্যাখ্যান করা হয়।
অক্টোবর ২০২৩ থেকে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইসরায়েল নিয়মিতভাবে ফিলিস্তিনি সাংবাদিকদের বিরুদ্ধে হামাসের সদস্য হওয়ার অভিযোগ করে আসছে। মানবাধিকার সংস্থাগুলো বলছে, ইসরায়েলি বাহিনীর সংঘটিত অন্যায়ের খবর যেন প্রকাশিত না হয়, সেই উদ্দেশ্যেই এই ধরনের অভিযোগ তোলা হচ্ছে।
ইসরায়েলের বোমা হামলায় এখন পর্যন্ত ২০০-এরও বেশি সাংবাদিক ও সংবাদকর্মী নিহত হয়েছেন, যার মধ্যে বেশ কয়েকজন আল জাজিরার সাংবাদিক এবং তাদের পরিবারের সদস্যরাও রয়েছেন।
বিডি প্রতিদিন/নাজমুল