আজ ৪ অক্টোবর, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপতীকেকর ৭২তম জন্মদিন। ১৯৪৯ সালের ৪ অক্টোবর চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার উত্তর বুড়িশ্চর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
তার জন্মদিন উপলক্ষে বাংলাদেশ কল্যাণ পার্টির পক্ষ থেকে জাতীয় প্রেসক্লাবে একটি শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার মুক্তিযোদ্ধা ভূঁইয়া পরিবারের কন্যা ফোরকান ইবরাহিমকে তিনি ১৯৭৫ সালে বিয়ে করেন। তাদের এক পুত্র সন্তান ও এক কন্যা সন্তান আছে।
১৯৬২ সালে তিনি ফৌজদারহাটে অবস্থিত তখনকার আমলের দি ইস্ট পাকিস্তান ক্যাডেট কলেজে ভর্তি হন। ১৯৬৮ সালে কুমিল্লা বোর্ড মানবিক বিভাগে প্রথম স্থান অধিকার করে তিনি এইচএসসি পাস করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে সম্মান পড়া অসমাপ্ত রেখে তিনি পাকিস্তান মিলিটারি একাডেমি কাকুলে যোগদান করেন। সেনাবাহিনীতে তিনি গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপালন শেষে তিনি ১৯৯৬ সালের জুনে অবসরে যান।
ইবরাহিম ২০০৮ সালের জাতীয় নির্বাচনে ঢাকায় অংশ নিয়েছিলেন এবং ২০১৮ সালের জাতীয় নির্বাচনে চট্টগ্রাম থেকে অংশ নিয়েছিলেন। ১৯৭০ সালে লেখাপড়া অসমাপ্ত রাখলেও তিনি ৫৪ বছর বয়সে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মাস্টার্স ইন ডিফেন্স স্টাডিজ পরীক্ষা দিয়ে প্রথম বিভাগে পাস করেন। তিনি নিয়মিত পত্রিকায় কলাম লেখেন এবং টিভি টকশোতে অংশগ্রহণ করেন।
৭২তম জন্মদিনে সৈয়দ ইবরাহিম সাংবাদিকদের বলেন, যে স্বপ্ন নিয়ে আমরা রণাঙ্গনে যুদ্ধ করেছিলাম, বাংলাদেশ আমরা আমাদের মানসপটে চিত্রাংকন করেছিলাম, সেটি অর্জনে এখনও বেশকিছু পথ বাকি। আমি সেই মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আজীবন জনগণের পাশে থাকার ওয়াদাবদ্ধ। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম করার জন্য ওয়াদাবদ্ধ। আমি দেশবাসীর দোয়া চাই।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ