মুক্তিযুদ্ধকালীন ছাত্রলীগের সভাপতি, স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ নেতা নূরে আলম সিদ্দিকী ব্যাংককে চিকিৎসা শেষে সুস্থ হয়ে আগামীকাল দেশে ফিরছেন।
উল্লেখ্য, গত মার্চ মাস থেকে তাঁর শারীরিক কিছু জটিলতা দেখা দেয়। মার্চ থেকে সেগুলো বাড়তে থাকে। এপ্রিলের প্রথম সপ্তাহে পরিস্থিতির আরও অবনতি ঘটে। দেশে নানাবিধ পরীক্ষানিরীক্ষার পর গত ৮ এপ্রিল একটি চার্টার্ড বিমানে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ব্যাংককে নিয়ে যাওয়া হয়।
সেখানে ফুসফুস ও হৃদযন্ত্রের বেশকিছু জটিলতা ধরা পড়ে। দীর্ঘ দুই মাসের বেশি সময় ধরে চিকিৎসা শেষে সুস্থ হয়ে আগামীকাল সন্ধ্যায় তিনি একটি চার্টার্ড বিমানে দেশে ফিরছেন।
ব্যাংককে তাঁর সঙ্গে থাকা পরিবারের সদস্যরা জানিয়েছেন, তারঁ শারীরিক অবস্থা এখন ভালো।
জনাব নূরে আলম সিদ্দিকী দৈনিক বাংলাদেশ প্রতিদিনে বেশ ক’বছর ধরে নিয়মিত কলাম লিখে আসছেন। বর্তমানে সরাসরি রাজনীতির সাথে সম্পৃক্ত না থাকলেও দেশের সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে নানা অসঙ্গতি এবং রাজনীতির নানা বিষয় নিয়ে তিনি গণমাধ্যমে নিবন্ধ লিখে আসছেন এবং টেলিভিশন টক-শোতেও সবসময় সরব থাকেন।
উল্লেখ্য, সাবেক সংসদ সদস্য নূরে আলম সিদ্দিকী বঙ্গবন্ধুর চার খলিফার অন্যতম এবং প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশনের চেয়ারম্যান।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন