নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার এক মাসের বেতনের টাকা দিলেন জেলা আওয়ামী লীগের জরুরি স্বাস্থ্য ও চিকিৎসা সেবা টিমকে। বৃহস্পতিবার স্বাক্ষরিত ইসলামি ব্যাংকি লিমিটেড নড়াইল শাখা থেকে এক লাখ ৭৫ হাজার টাকার একটি চেক প্রদান করেছেন।
জানা গেছে, করোনা প্রতিরোধে নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি এবং জেলা আওয়ামী লীগ যৌথভাবে কাজ করছে। নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রচেষ্টা ও সকল নেতাকর্মীদের সহযোগিতায় নড়াইল জেলা আওয়ামী লীগ জরুরি স্বাস্থ্য ও চিকিৎসা সেবা টিম এখন সম্পূর্ণ স্বনির্ভর, সমৃদ্ধ ও সক্রিয়। জরুরি অক্সিজেন সিলিন্ডারের সংখ্য ৮ জুলাই পর্যন্তু ৭টি, একটি অ্যাম্বুলেন্স, পর্যাপ্ত চিকিৎসা উপকরন রয়েছে। যা একসাথে ১০ জন করোনা রোগীকে সেবা দেয়া সম্ভব।
জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খসরুল আলম পলাশ বলেন, নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার এক মাসের বেতনের টাকা এক লাখ ৭৫ হাজার টাকার চেক নড়াইল জেলা আওয়ামী লীগের জরুরি স্বাস্থ্য ও চিকিৎসা সেবা টিমকে প্রদান করেছেন।-বাসস
বিডি প্রতিদিন/আরাফাত