২১ সেপ্টেম্বর, ২০২১ ১৬:৫৫

কারাগারে ২৯ শূন্যপদে দ্রুত চিকিৎসক নিয়োগের নির্দেশ হাইকোর্টের

অনলাইন ডেস্ক

কারাগারে ২৯ শূন্যপদে দ্রুত চিকিৎসক নিয়োগের নির্দেশ হাইকোর্টের

কারাগারে কয়েদিদের চিকিৎসার জন্য ২৯ শূন্যপদে দ্রুত চিকিৎসক নিয়োগ দিতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মুস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দেন।

এর আগে ২০১৯ সালের ১৮ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী জে আর খান রবিন এ বিষয়ে নির্দেশনা চেয়ে আদালতে রিট করেছিলেন।

এর আগের দিন কারা মহাপরিদর্শকের আইনজীবী শফিকুল ইসলাম হাইকোর্টে একটি প্রতিবেদন জমা দিয়ে জানান যে, দেশের ৬৮টি কারাগারে কয়েদিদের চিকিৎসা প্রদানে ইতোমধ্যে ১১২ জন চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে এবং ২৯টি পদ এখনও খালি আছে।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর