শৈত্যপ্রবাহ আর কনকনে শীতে চাঁপাইনবাবগঞ্জের নাচোলের শীতার্তদের পাশে দাঁড়ালো দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। আজ বুধবার বিকেলে নাচোল উপজেলার জেলা পরিষদ ডাকবাংলা প্রাঙ্গণে কালের কণ্ঠ শুভ সংঘ’র উদ্যোগে ৩০০ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের স্থানীয় প্রতিনিধি মো. রফিকুল আলম, ডেইলি সানের প্রতিনিধি কামাল সুকরানা, এনমাস টিম লিডার সাকিল রেজা, উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহামন, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল নঈম মুন্নি প্রমুখ।
তীব্র এই শীতে বসুন্ধরা গ্রুপের কম্বল পেয়ে আনন্দ প্রকাশ করেন নাচোলের শীতার্ত নারী-পুরুষরা। তারা এসময় বসুন্ধরা গ্রুপের মঙ্গল কামনা করেন।
বিডি-প্রতিদিন/শফিক