৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়।
প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এই বিসিএসে ১৫ হাজার ২২৯ জন প্রার্থী প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়েছেন।
বিপিএসসির ওয়েবসাইটে প্রকাশ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘৪৩তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। কমিশনের বিশেষ সভায় প্রিলিমিনারির ফল অনুমোদন করা হয়। লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃক মোট ১৫ হাজার ২২৯ জন প্রার্থীকে সাময়িকভাবে যোগ্য ঘোষণা করা হয়েছে।’
মোবাইলে যেভাবে ফল জানবেন
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে যেকোনো মোবাইল থেকে এসএমএস করে ৪৩তম বিসিএস প্রিলিমিনারির ফল জানা যাবে। Format: PSC
গত বছরের ২৯ অক্টোবর অনুষ্ঠিত ৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় মোট ৩ লাখ ২১ হাজার ৬৫০ জন প্রার্থী অংশ নেন। আটটি বিভাগীয় শহরের ৩৬৯ কেন্দ্রে এই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হয়। এর আগে ২০২০ সালের ৩০ নভেম্বর এ বিসিএসের বিজ্ঞপ্তি দেয় বিপিএসসি।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ