নিয়ম বহির্ভূতভাবে নেয়া ১১ লাখ ৪৬১ টাকা শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে সরকারের কোষাগারে ফেরত দিয়েছেন রাজধানীর লালমাটিয়া মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. রফিকুল ইসলাম। সম্প্রতি সোনালী ব্যাংক লিমিটেডের লালমাটিয়া শাখায় এ টাকা ফেরত দেন তিনি। তিনি প্রেষণে অধ্যক্ষ হিসেবে কর্মরত রয়েছেন।
শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, প্রেষণ আইন অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে বেতন ভাতা গ্রহণের নিয়ম রয়েছে। কিন্তু অধ্যক্ষ রফিকুল ইসলাম ২০২০ সালের অক্টোবর থেকে ২০২১ সালের অক্টোবর পর্যন্ত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) থেকে বেতন-ভাতা বাবদ ১১ লাখ ৬৪১ টাকা গ্রহণ করেছিলেন। এ টাকা নিয়ম বহির্ভূতভাবে গ্রহণ করেন অধ্যক্ষ। অনিয়ম করে বেতন-ভাতা গ্রহণের বিষয়টি জানাজানি হওয়ার পর গত ২৮ ফেব্রুয়ারিতে গৃহীত অর্থ সরকারি কোষাগারে ফেরত দিতে নির্দেশনা দেয় শিক্ষা মন্ত্রণালয়।
চিঠিতে টাকা নির্দিষ্ট কোড অনুসারে সরকারি কোষাগারে ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিতে বলা হয়। এরপর এই টাকা সরকারি কোষাগারে জমা দেন অধ্যক্ষ রফিকুল ইসলাম।
অধ্যক্ষ রফিকুল ইসলাম প্রতিবেদককে বলেন, ২০২১ সালের ডিসেম্বরে শিক্ষা মন্ত্রণালয়ের চিফ একাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিস থেকে জানানো হয় যে, প্রেষণে কর্মরত থাকায় সংশ্লিষ্ট কলেজ থেকেই বেতন-ভাতা নিতে হবে। সে হিসেবে গত বছরের নভেম্বর থেকে লালমাটিয়া কলেজ থেকেই বেতন নিচ্ছি। তারপর আমার আবেদনের প্রেক্ষিতেই শিক্ষা মন্ত্রণালয় গৃহীত বেতন-ভাতা ফেরতের নির্দেশনা দেয়।
বিডি প্রতিদিন/আরাফাত