সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফের মৃত্যুতে ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ ও সমবেদনা জ্ঞাপন করেছেন।
শুক্রবার এক বিবৃতিতে আরো বলা হয়, প্রয়াত হাসান আরিফ দেশের গণতান্ত্রিক, রাজনীতিকে অগ্রসর করা ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লড়াইয়ে নিবেদিত ছিলেন। তার মৃত্যুতে দেশবাসী একজন বলিষ্ট দেশপ্রেমিক, উদারমনা সমাজ কর্মীকে হারালো।
বিবৃতিতে উল্লেখ করা হয়, ১৯৯০ এর স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে হাসান আরিফ সামনের কাতারে থেকে অংশ নেন। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।
বিবৃতিতে স্বাক্ষর করেন নাজমুল হক প্রধান, মোস্তফা ফারুক, নুর আহমেদ বকুল, শফি আহমেদ, বজলুর রশিদ ফিরোজ, আখতার সোবহান মাশরুর, আমিনুল ইসলাম, মনসুরুল হাই সোহন, সুজাউদ্দিন জাফর, বেলাল চৌধুরী, মুখলেছউদ্দিন শাহীন, রাজু আহমেদ, সিরাজুমমূনীর, হারুন মাহমুদ, রেজাউল করিম শিল্পী, সালেহ আহমেদ, জায়েদ ইকবাল খান, কামাল হোসেন বাদল, বদরুল আলম প্রমুখ নেতৃবৃন্দ।
আজ শুক্রবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবৃত্তিশিল্পী ও সংগঠক হাসান আরিফ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন