নির্বাচন করবে কমিশন-ফলাফল ঘোষণায় সরকার, এই ডিজিটাল নয়া কৌশলে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সরকারি পাঁয়তারায় গভীর আশঙ্কা ব্যক্ত করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)।
শুক্রবার এক বিবৃতির মাধ্যমে এ আশঙ্কা ব্যক্ত করেন স্বাধীনতার পতাকা উত্তোলক জেএসডি সভাপতি আ স ম আবদুর রব।
বিবৃতিতে বলা হয়েছে, ‘কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ‘ড্রেস রিহার্সাল’। প্রাপ্ত ভোটের সংখ্যায় নয়, নির্বাচনের ফলাফল নির্ধারিত হয় সরকারের ইচ্ছায়। নির্বাহী বিভাগের নিকট নির্বাচন কমিশন যে অসহায় ও হাস্যকর, কুমিল্লা সিটি নির্বাচনে তা আরেকবার প্রমাণিত হলো।
সরকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং রাতের আঁধারে ভোট সম্পন্ন করার পর ইভিএমের আশ্রয়ে ফলাফল ঘোষণার যে ‘বিরল মডেল’ গ্রহণ করেছে তা এবারের কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে দেশবাসীর সামনে উন্মোচিত হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন