কারিগরি ত্রুটির কারণে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। আজ শুক্রবার দুপুর আড়াইটার দিকে ফ্লাইটটি নিরাপদে অবতরণ করে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, কারিগরি ত্রুটির কারণে বিমানের বরিশাল থেকে ঢাকাগামী একটি ফ্লাইট জরুরি অবতরণ করেছে। ফ্লাইটে মোট ৭৪ জন যাত্রী ছিলেন। আলহামদুলিল্লাহ, সব যাত্রী নিরাপদ ও অক্ষত আছেন। কোনো সমস্যা হয়নি।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ