নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ইভিএম হচ্ছে একটি ছল-চাতুরির মেশিন। যা আবারো প্রমাণীত হয়েছে।
তিনি বলেন, আমাদের সংবিধানে মানবিক ও মৌলিক অধিকার থাকলেও ফ্যাসিবাদ চর্চার বিষয়ও রয়েছে। কাজেই এখন সংবিধান সংস্কার করার সময় এসেছে। আওয়ামী লীগ কখনোও আন্দোলন গড়তে পারেনি, তারা আন্দোলন ভাঙ্গতে পারে। আমরাই সর্বদা আন্দোলন গড়ে তুলেছি রাজপথে।
আজ জাতীয় প্রেস ক্লাবে সংবিধান রাষ্ট্র পরিচালনার আইন-কানুন সংস্কার এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবিতে রাষ্ট্র সংস্কার আন্দোলন আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
রাষ্ট্র সংস্কার আন্দোলনের মিডিয়া ও প্রচার সমন্বয়ক সৈয়দ হাসিবউদ্দিন হোসেনের সভাপতিত্বে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর, বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, জেএসডি নেতা শহীদউদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ বক্তব্য রাখেন।
মাহমুদুর রহমান মান্না বলেন, পদ্মা সেতু নিয়ে প্রধানমন্ত্রীকে কেন ধন্যবাদ দিতে হবে? এটি জনগণের টাকায় হয়েছে। পদ্মা সেতু আওয়ামী লীগের ট্রাম্প কার্ড।
জোনায়েদ সাকি বলেন, শেখ হাসিনা চাইছেন আগামী নির্বাচনে কে জয়ী হবে, তা প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ঘোষণা আসবে, কুমিল্লায় যেটি হয়েছে।
বিডি প্রতিদিন/এএ