বানভাসি মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে জরুরি ভিত্তিতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানিয়েছে গণফোরাম।
শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে গণফোরামের সভাপতি মোস্তফা মোহসীন মন্টু ও সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতিতে বলেন, মহাদুর্যোগে সর্বশক্তি প্রয়োগ করে জনগণকে বাঁচাতে হবে। সিলেট বিভাগের ৮৫ শতাংশ এবং সুনামগঞ্জের ৯৫ শতাংশ পানির নিচে তলিয়ে গেছে। লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে সুপেয় পানি ও খাদ্যের অভাব নিয়ে দিনযাপন করছে। সবাইকে অবিলম্বে উদ্ধারের জন্য আরও সেনাবাহিনী ও নৌবাহিনী মোতায়েন করুন। কেন? কার গাফিলতি? কিসের জন্য এতো বড় বন্যা সিলেট অঞ্চল গ্রাস করলো? নিশ্চয়ই পানি প্রবাহ বাঁধার কারণে বন্যা প্রলয়ংকরী দুর্যোগে রূপ নিয়েছে। এই অঞ্চলে বন্যার সবচেয়ে বড় কারণ নদীর নাব্যতা সংকট ও হাওরে বাঁধ দিয়ে অপরিকল্পিত লুটপাটের উন্নয়ন। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়কে দায়িত্বের সহিত আরও তৎপরতা বাড়িয়ে ২৪ ঘণ্টায় বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং সেই অনুযায়ী যথাযথ কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন।
তারা আরও বলেন, সিলেট অঞ্চলসহ সারাদেশে যেসব জেলায় বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে সব জায়গায় জরুরি ত্রাণ সহায়তা পৌঁছানোর ব্যবস্থা করুন।
বিডি প্রতিদিন/আরাফাত