নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সরকারের বিরুদ্ধে বৃহত্তর প্ল্যাটফর্মে আন্দোলন গড়তে ইসলামী ঐক্যজোট, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি ও ইসলামিক পার্টির সঙ্গে সংলাপ করেছে বিএনপি।
মঙ্গলবার বিকেলে গুলশান কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২০ দলীয় জোটের এই তিন শরিকের সঙ্গে আলাদাভাবে সংলাপ করেন।
ইসলামী ঐক্যজোটের সভাপতি অ্যাডভোকেট এমএ রকিব ১০ সদস্য নিয়ে সংলাপে আসেন। ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) ১০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনটির চেয়ারম্যান কে এম আবু তাহের। এছাড়া ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম ৬ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
বিডি প্রতিদিন/হিমেল