ভোলার সমাবেশে পুলিশি হামলার ঘটনার প্রতিবাদে মঙ্গলবার ঢাকাসহ সারাদেশে বিক্ষোভসহ দুদিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
রবিবার বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।
আগামীকাল সোমবার সারাদেশে জেলা পর্যায়ে গায়েবানা জানাজা। ঢাকায় হবে বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। ২ আগস্ট ঢাকাসহ সারাদেশে জেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ হবে।
মির্জা ফখরুল বলেন, শান্তিপূর্ণ সমাবেশের ওপর পুলিশি হামলা ও গুলিবর্ষণের ঘটনার মধ্য দিয়ে সরকারের ফ্যাসিবাদী চরিত্রের মুখোশ উন্মোচন হয়েছে। একদলীয় শাসন প্রতিষ্ঠা ব্যবস্থা, বিনা ভোটে সরকার গঠন করা এবং জনগণের ন্যায্য দাবিগুলো পদদলিত করা সেটা প্রস্ফুটিত হয়েছে।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন