পুলিশের মহাপরিদর্শক (আইজি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, জাতীয় নির্বাচনসহ সকল নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ পেশাদারিত্বের সাথে সফলভাবে দায়িত্ব পালন করবে।
শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে সুনামগঞ্জে এক প্রোগ্রামে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি এ মন্তব্য করেন। তিনি সুনামগঞ্জ পুলিশ লাইন্সে স্থাপিত ক্রীড়া কমপ্লেক্স উদ্বোধন ও জেলা পুলিশের কল্যাণ সভায় বক্তব্য দেন।
আগামী নির্বাচন এবং বিএনপিসহ বিরোধী দলগুলোর চলমান সরকারবিরোধী আন্দোলনে পুলিশের ভূমিকার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি বলেন, কখন কিভাবে দায়িত্ব পালন করতে হয় সে প্রশিক্ষণ আমাদের আছে। যেখানে যেটা দরকার; আইন, বিধি এবং আমাদের প্রশিক্ষণের আলোকে সেভাবেই আমরা ব্যবস্থা নেব।
জঙ্গিবাদ নিয়ন্ত্রণে পুলিশের জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করে আইজিপি বলেন, আমরা সবসময় জঙ্গিদের চেয়ে এক কদম এগিয়ে কাজ করে থাকি। কাজেই জঙ্গিবাদ কখনো নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে না। কর্মসূচিতে সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিপ্রতিদিন/কবিরুল