বাংলাদেশ নৌবাহিনীর বি/২০২২ ব্যাচের ৭৭৮ জন নবীন নাবিকের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ আজ বুধবার (৩০ নভেম্বর) খুলনায় বানৌজা তিতুমীর প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে।
নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। এসময় নৌ প্রধান কৃতি নবীন নাবিকদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
নবীন নাবিকদের মধ্যে মো. আশিকুল ইসলামকে চৌকস নাবিক হিসেবে নৌপ্রধান পদক, মো. ইসাহাক ইসলামকে কমখুল পদক এবং মো. কাউসার হোসেনকে তিতুমীর পদক প্রদান করা হয়।
অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান বলেন, বর্তমান সরকারের সদিচ্ছায় ইতোমধ্যে বাংলাদেশ নৌবাহিনী একটি ত্রিমাত্রিক ও যুগোপযোগী নৌবাহিনী হিসেবে আত্মপ্রকাশ করেছে। পেশা হিসেবে নৌবাহিনীকে গ্রহণ করে দেশ সেবা ও দেশ গড়ার পবিত্র দায়িত্বকে বেছে নেয়ায় নবীন নাবিকদের আন্তরিক অভিনন্দন জানান নৌপ্রধান। তিনি নবীন নাবিক প্রশিক্ষণ বিদ্যালয় থেকে অর্জিত জ্ঞান যথাযথভাবে কাজে লাগিয়ে নিজেদেরকে যোগ্য নাবিক হিসেবে গড়ে তোলার এবং নৌবাহিনী ও দেশের অগ্রগতির পথে ভূমিকা পালনে আহ্বান জানান।
কুচকাওয়াজে সহকারী নৌবাহিনীপ্রধান (পার্সোনেল) রিয়ার এডমিরাল এম মোজাম্মেল হক, খুলনা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার এডমিরাল এম আনোয়ার হোসেন এবং খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট ও যশোর এলাকার গণমান্য ব্যক্তিবর্গ, উচ্চ পদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং নবীন নাবিকদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ফারজানা