নিজের ভোট নিজে দিতে চান, তাহলে এই সরকারের পতন ঘটাতে হবে, নির্দলীয় সরকার প্রতিষ্ঠা করতে হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
খালেদা জিয়ার মুক্তিসহ নানা দাবিতে ময়মনসিংহের ত্রিশাল থেকে কিশোরগঞ্জ অভিমুখে রোড মার্চ শুরুর আগে ত্রিশালের আমিরা বাড়ি ইউনিয়নের একটি পেট্রোলপাম্পে রবিবার বেলা ১২টায় এক পথসভায় এসব কথা বলেন তিনি।
এ সময় নজরুল ইসলাম খান বলেন, ‘মানুষ বাঁচতে চায়, এ দেশের গরিব মানুষের আর বাঁচার উপায় নাই। জিনিসপত্রের দামে মানুষ এখন দিশেহারা। কাজেই যদি বাঁচতে চান, হালাল উপার্জন করে বাঁচতে চান, মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে চান, নিজের ভোট নিজে দিতে চান, তাহলে এই সরকারের পতন ঘটাতে হবে, নির্দলীয় সরকার প্রতিষ্ঠা করতে হবে। আর এজন্য আমরা আগামী দিনের আন্দোলন আরও জোরদার করব।’
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুর রহমান লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিবেবে আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সসহ প্রমুখ।
পথসভা শেষে গাড়িবহরটি চুরখাই বাজার, বাইপাস মোড়, কেওয়াটখালী, পাটগুদাম সংলগ্ন চীন-মৈত্রী সেতু, চায়না মোড়, শম্ভুগঞ্জ বাজার, গৌরীপুর, ঈশ্বরগঞ্জ, নান্দাইল হয়ে কিশোরগঞ্জে গিয়ে শেষ হয়। ২ হাজারের বেশি গাড়িবহর এই রোডমার্চে অংশ নেয় বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত