২৮ অক্টোবর, ২০২৩ ১৬:২৮

সংঘর্ষে আহত এক পুলিশ সদস্যের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

সংঘর্ষে আহত এক পুলিশ সদস্যের মৃত্যু

বিএনপি, আওয়ামী লীগ ও জামায়াতের মহাসমাবেশ ঘিরে সংঘর্ষে আহত এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। নিহত ওই পুলিশ সদস্যের নাম আমিরুল ইসলাম (পারভেজ)। তিনি কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চরকাটরী গ্রামে। 

ঢামেক পুলিশ বক্সের ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ফকিরাপুল এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় ওই পুলিশ সদস্যকে ঢামেকে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।  

বিডি প্রতিদিন/আরাফাত

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর