কর্মস্থলে ফিরতে সবাইকে পুলিশ সদস্যদের সহযোগিতা করার আহ্বান জানিয়েছে পুলিশ সদর দফতর।
বৃহস্পতিবার সকালে পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক খুদে বার্তায় এই আহ্বান জানানো হয়।
বুধবার পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম সারাদেশে পুলিশ সদস্যদের ২৪ ঘণ্টার মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগ দেওয়ার আহ্বান জানান।এর পরিপ্রেক্ষিতে যেসব পুলিশ সদস্য কর্মস্থলের উদ্দেশে রওনা হয়েছেন পথে তাদের সহযোগিতা করতে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ, রাজনৈতিক দলের নেতা, ছাত্র-ছাত্রী ও আপামর জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ সদর দফতর।
খুদে বার্তায় আরও বলা হয়, পুলিশ সদস্যরা কর্মস্থলে আসার পথে বাধার সম্মুখীন হচ্ছেন বলে যে সংবাদ প্রচার করা হচ্ছে, সেগুলোর সত্যতা পাওয়া যায়নি। গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হচ্ছে।
বিডি প্রতিদিন/একেএ