ব্রাজিলকে যেমন বলা হয় ফুটবলের দেশ। ফুটবল এখানে ধর্ম। সেই ব্রাজিলের আরেক পরিচয় পেলের দেশ বলে। পেলের দেশে ‘ব্লকবাস্টার’ ইভেন্ট বিশ্বকাপ হচ্ছে, অথচ কোনো সরব উপস্থিতি নেই কালো মানিকের। মাঠে গিয়ে খেলা দেখছেন না ফুটবল জাদুকর। কেন? কারও মতে, ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন তেমন গুরুত্ব দিচ্ছেন না পেলেকে। কেউ আবার বলছেন, ফিফা পাত্তাই দিচ্ছে না তাকে। আবার কারও মতে, পেলের উপস্থিতি ভালোভাবে নিচ্ছেন না জনতা। সব মিলিয়ে নানা উত্তর।
১৯৫০ সালে প্রথম যখন ব্রাজিলে বিশ্বকাপ আসর বসেছিল, তখন পেলের বয়স ছিল মাত্র ৯। অলিতে-গলিতে সমবয়সীদের সঙ্গে সারা দিন ফুটবল খেলেন। সেবার মাঠে গিয়ে খেলা দেখেননি। ঘরে বসে বাবার সঙ্গে রেডিওতে খেলা শুনেছেন। ৬৪ বছর পর আবার ফুটবল মহাযজ্ঞ বসেছে বিশ্বের পঞ্চম বৃহত্তম দেশটিতে। ৩২ দেশ মেতে উঠেছে ফুটবল সৌকর্যে। অন্য সব সময়কার মতো এবারও শিরোপার অন্যতম দাবিদার ব্রাজিল। অথচ প্রিয় দলের খেলা দেখতে মাঠে যাচ্ছেন না। রেডিওতে শুনছেন। রেডিওতে ধারাবিবরণী শোনার কথা স্বীকারও করেছেন পেলে, ‘এ নিয়ে দ্বিতীয়বারের মতো ব্রাজিলের ম্যাচের ধারাবিবরণী শুনলাম রেডিওতে। প্রথম ১৯৫০ সালে। আর এবার।’ কেন এমন হলো? ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন কি তাহলে দাওয়াত দেয়নি পেলেকে? কোনো উত্তর নেই কারও। শোনা যায়, মেক্সিকো ম্যাচে মাঠে যেতে চেয়েছিলেন। কিন্তু যানজটের জন্য যেতে পারেননি। শুধু মাঠে নয়, পেলেকে দেখা যায়নি ২৫ মিনিটের উদ্বোধনী অনুষ্ঠানেও। গুঞ্জন, ফেডারেশন দাওয়াত দেয়নি কালোমানিককে। এও আলোচনা হচ্ছে ব্রাজিলে, ১৩ জুলাই বিশ্বকাপ চ্যাম্পিয়নদের হাতে ট্রফি তুলে দেবেন সে দেশের সুপার মডেল জিশেল বুণ্ডশেন। কেন অবহেলা করা হচ্ছে ফুটবল জাদুকরকে? পেদ্রো রদ্রিগো নামে এক ব্রাজিলিয়ান বলেন, ‘ব্রাজিলের বাইরের লোকের কাছে পেলের কদর অনেক। তারা হয়তো বিশ্বকাপের সঙ্গে পেলেকেও দেখতে এসেছেন।’ পেলের ক্লাব স্যান্তোস ফুটবল ক্লাব জাদুঘরের ইতিহাসবিদ গুইলার্মো বলেন, ‘ফিফার সঙ্গে পেলের সম্পর্ক ভালো নয়। এ জন্য তিনি উপেক্ষিত।’ গুতেরমানের মতে, ‘ব্রাজিলিয়ানদের কাছে পেলে জনপ্রিয় নন। বিদেশিরা গুরুত্ব দিলেও দেশের জনগণ তাকে আমল দেয় না। পেলের চেয়ে অন্য ফুটবলাররা অনেক বেশি গুরুত্ব পান জনগণের কাছে।’
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৯ জুলাই)
- বৈষম্য সংস্কৃতির শত্রু দারিদ্র্যও
- নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না জিম্বাবুয়ে
- সেন্টমার্টিনে এক লাখ ৪০ ইয়াবাসহ গ্রেফতার ১৭
- এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ খতিয়ে দেখা দরকার : এ্যানি
- ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ বাটলারের
- মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা দ্রুত গেজেট আকারে প্রকাশ করা হবে : ধর্ম উপদেষ্টা
- উলভসের হল অব ফেমে জায়গা পেলেন জটা
- চূড়ান্ত সংগ্রামের ঘোষণা দিয়েছিলেন তারেক রহমান : রিজভী
- শ্রোতাদের জন্য হাবিবের নতুন গান ‘দিলানা’
- কোটি মানুষের একটাই দাবি—ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া : মঈন খান
- পঞ্চগড়ে বিএনপির মৌন মিছিল
- ইন্টারনেট শাটডাউন রোধে আসছে আইন : ফয়েজ আহমদ
- কাপ্তাই হ্রদের উন্নয়নে দুই উপদেষ্টার মতবিনিময়
- সরকারের কোলে একদল, কাঁধে আরেক দল : মির্জা আব্বাস
- চলতি মাসে জুলাই সনদ না হলে দায় সরকার আর ঐকমত্য কমিশনের : সালাহউদ্দিন
- সুনামগঞ্জে পানিতে ডুবে ৩ জনের মৃত্যু
- মার্কিন কূটনীতিকদের বিদেশি নির্বাচন নিয়ে মতামত না দিতে নির্দেশ
- বাফুফের ফুটসাল ট্রায়াল শুরু রবিবার
- গোপালগঞ্জে কারফিউয়ের সময় আরও বাড়ল
মাঠে যাচ্ছেন না পেলে
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর