ব্রাজিলকে যেমন বলা হয় ফুটবলের দেশ। ফুটবল এখানে ধর্ম। সেই ব্রাজিলের আরেক পরিচয় পেলের দেশ বলে। পেলের দেশে ‘ব্লকবাস্টার’ ইভেন্ট বিশ্বকাপ হচ্ছে, অথচ কোনো সরব উপস্থিতি নেই কালো মানিকের। মাঠে গিয়ে খেলা দেখছেন না ফুটবল জাদুকর। কেন? কারও মতে, ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন তেমন গুরুত্ব দিচ্ছেন না পেলেকে। কেউ আবার বলছেন, ফিফা পাত্তাই দিচ্ছে না তাকে। আবার কারও মতে, পেলের উপস্থিতি ভালোভাবে নিচ্ছেন না জনতা। সব মিলিয়ে নানা উত্তর।
১৯৫০ সালে প্রথম যখন ব্রাজিলে বিশ্বকাপ আসর বসেছিল, তখন পেলের বয়স ছিল মাত্র ৯। অলিতে-গলিতে সমবয়সীদের সঙ্গে সারা দিন ফুটবল খেলেন। সেবার মাঠে গিয়ে খেলা দেখেননি। ঘরে বসে বাবার সঙ্গে রেডিওতে খেলা শুনেছেন। ৬৪ বছর পর আবার ফুটবল মহাযজ্ঞ বসেছে বিশ্বের পঞ্চম বৃহত্তম দেশটিতে। ৩২ দেশ মেতে উঠেছে ফুটবল সৌকর্যে। অন্য সব সময়কার মতো এবারও শিরোপার অন্যতম দাবিদার ব্রাজিল। অথচ প্রিয় দলের খেলা দেখতে মাঠে যাচ্ছেন না। রেডিওতে শুনছেন। রেডিওতে ধারাবিবরণী শোনার কথা স্বীকারও করেছেন পেলে, ‘এ নিয়ে দ্বিতীয়বারের মতো ব্রাজিলের ম্যাচের ধারাবিবরণী শুনলাম রেডিওতে। প্রথম ১৯৫০ সালে। আর এবার।’ কেন এমন হলো? ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন কি তাহলে দাওয়াত দেয়নি পেলেকে? কোনো উত্তর নেই কারও। শোনা যায়, মেক্সিকো ম্যাচে মাঠে যেতে চেয়েছিলেন। কিন্তু যানজটের জন্য যেতে পারেননি। শুধু মাঠে নয়, পেলেকে দেখা যায়নি ২৫ মিনিটের উদ্বোধনী অনুষ্ঠানেও। গুঞ্জন, ফেডারেশন দাওয়াত দেয়নি কালোমানিককে। এও আলোচনা হচ্ছে ব্রাজিলে, ১৩ জুলাই বিশ্বকাপ চ্যাম্পিয়নদের হাতে ট্রফি তুলে দেবেন সে দেশের সুপার মডেল জিশেল বুণ্ডশেন। কেন অবহেলা করা হচ্ছে ফুটবল জাদুকরকে? পেদ্রো রদ্রিগো নামে এক ব্রাজিলিয়ান বলেন, ‘ব্রাজিলের বাইরের লোকের কাছে পেলের কদর অনেক। তারা হয়তো বিশ্বকাপের সঙ্গে পেলেকেও দেখতে এসেছেন।’ পেলের ক্লাব স্যান্তোস ফুটবল ক্লাব জাদুঘরের ইতিহাসবিদ গুইলার্মো বলেন, ‘ফিফার সঙ্গে পেলের সম্পর্ক ভালো নয়। এ জন্য তিনি উপেক্ষিত।’ গুতেরমানের মতে, ‘ব্রাজিলিয়ানদের কাছে পেলে জনপ্রিয় নন। বিদেশিরা গুরুত্ব দিলেও দেশের জনগণ তাকে আমল দেয় না। পেলের চেয়ে অন্য ফুটবলাররা অনেক বেশি গুরুত্ব পান জনগণের কাছে।’
শিরোনাম
- আমরা জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করে ছাড়ব : নাহিদ
- বাংলাদেশের সর্বস্তরের মানুষের দাবি ইসলামপন্থীদের ঐক্য : মাসুদ সাঈদী
- চীনকে উড়িয়ে টানা তৃতীয় জয়ে শীর্ষে বাংলাদেশ
- নান্দাইলে বজ্রপাতে পিতা-পুত্রের করুণ মৃত্যু
- বিএনপি নির্বাচিত হলে প্রতিটি ঘরে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : টুকু
- রাজনীতি হবে দেশের স্বার্থে, জনমানুষের স্বার্থে : আখতার হোসেন
- বন্ধুত্ব থেকে প্রেমের সফল পরিণতি
- ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
- ইরানে আফগানদের গণবহিষ্কার, ছাড়তে না পারলে গ্রেফতার
- ভেজাল টক দই যেভাবে চিনবেন
- গাজায় চলছে যুদ্ধ, তেলআবিবে ক্ষোভ ও প্রতিবাদ
- হাসারাঙ্গার বিশ্বরেকর্ড
- হাসিনাসহ ১০০ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ
- চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ
- জলমহালের একমাত্র অধিকার প্রকৃত মৎস্যজীবীদের: ফরিদা আখতার
- ১০ম গ্রেডে উন্নীত হচ্ছেন প্রাথমিকের ৩০ হাজার প্রধান শিক্ষক
- ডেঙ্গু আক্রান্ত আরও ৩১৭ জন হাসপাতালে ভর্তি
- দেশে ২৪ ঘণ্টায় তিনজনের করোনা শনাক্ত
- ধর্ষণের শিকার হয়ে বিষ পান করা সেই কিশোরীকে বাঁচানো গেল না
- আমরা আশা করি একটা ঐকমত্যে পৌঁছাতে পারব : সালাহউদ্দিন
মাঠে যাচ্ছেন না পেলে
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর