ব্রাজিলকে যেমন বলা হয় ফুটবলের দেশ। ফুটবল এখানে ধর্ম। সেই ব্রাজিলের আরেক পরিচয় পেলের দেশ বলে। পেলের দেশে ‘ব্লকবাস্টার’ ইভেন্ট বিশ্বকাপ হচ্ছে, অথচ কোনো সরব উপস্থিতি নেই কালো মানিকের। মাঠে গিয়ে খেলা দেখছেন না ফুটবল জাদুকর। কেন? কারও মতে, ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন তেমন গুরুত্ব দিচ্ছেন না পেলেকে। কেউ আবার বলছেন, ফিফা পাত্তাই দিচ্ছে না তাকে। আবার কারও মতে, পেলের উপস্থিতি ভালোভাবে নিচ্ছেন না জনতা। সব মিলিয়ে নানা উত্তর।
১৯৫০ সালে প্রথম যখন ব্রাজিলে বিশ্বকাপ আসর বসেছিল, তখন পেলের বয়স ছিল মাত্র ৯। অলিতে-গলিতে সমবয়সীদের সঙ্গে সারা দিন ফুটবল খেলেন। সেবার মাঠে গিয়ে খেলা দেখেননি। ঘরে বসে বাবার সঙ্গে রেডিওতে খেলা শুনেছেন। ৬৪ বছর পর আবার ফুটবল মহাযজ্ঞ বসেছে বিশ্বের পঞ্চম বৃহত্তম দেশটিতে। ৩২ দেশ মেতে উঠেছে ফুটবল সৌকর্যে। অন্য সব সময়কার মতো এবারও শিরোপার অন্যতম দাবিদার ব্রাজিল। অথচ প্রিয় দলের খেলা দেখতে মাঠে যাচ্ছেন না। রেডিওতে শুনছেন। রেডিওতে ধারাবিবরণী শোনার কথা স্বীকারও করেছেন পেলে, ‘এ নিয়ে দ্বিতীয়বারের মতো ব্রাজিলের ম্যাচের ধারাবিবরণী শুনলাম রেডিওতে। প্রথম ১৯৫০ সালে। আর এবার।’ কেন এমন হলো? ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন কি তাহলে দাওয়াত দেয়নি পেলেকে? কোনো উত্তর নেই কারও। শোনা যায়, মেক্সিকো ম্যাচে মাঠে যেতে চেয়েছিলেন। কিন্তু যানজটের জন্য যেতে পারেননি। শুধু মাঠে নয়, পেলেকে দেখা যায়নি ২৫ মিনিটের উদ্বোধনী অনুষ্ঠানেও। গুঞ্জন, ফেডারেশন দাওয়াত দেয়নি কালোমানিককে। এও আলোচনা হচ্ছে ব্রাজিলে, ১৩ জুলাই বিশ্বকাপ চ্যাম্পিয়নদের হাতে ট্রফি তুলে দেবেন সে দেশের সুপার মডেল জিশেল বুণ্ডশেন। কেন অবহেলা করা হচ্ছে ফুটবল জাদুকরকে? পেদ্রো রদ্রিগো নামে এক ব্রাজিলিয়ান বলেন, ‘ব্রাজিলের বাইরের লোকের কাছে পেলের কদর অনেক। তারা হয়তো বিশ্বকাপের সঙ্গে পেলেকেও দেখতে এসেছেন।’ পেলের ক্লাব স্যান্তোস ফুটবল ক্লাব জাদুঘরের ইতিহাসবিদ গুইলার্মো বলেন, ‘ফিফার সঙ্গে পেলের সম্পর্ক ভালো নয়। এ জন্য তিনি উপেক্ষিত।’ গুতেরমানের মতে, ‘ব্রাজিলিয়ানদের কাছে পেলে জনপ্রিয় নন। বিদেশিরা গুরুত্ব দিলেও দেশের জনগণ তাকে আমল দেয় না। পেলের চেয়ে অন্য ফুটবলাররা অনেক বেশি গুরুত্ব পান জনগণের কাছে।’
শিরোনাম
- অনশনরত তারেককে বিএনপির পক্ষ থেকে সংহতি জানালেন রিজভী
- বগুড়ায় শিক্ষার্থীদের নিয়ে ‘পুষ্টি ক্যাম্পেইন মেলা’ অনুষ্ঠিত
- জাল নোট প্রতিরোধে বিজিবির নজরদারি জোরদার
- প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষক পুনর্বহালের দাবিতে জবিতে বিক্ষোভ
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪
- চকবাজারে র্যাবের অভিযানে তিন প্রতিষ্ঠানকে সিলগালা ও জরিমানা
- ঢামেকে কারাবন্দীর মৃত্যু
- আড়াইহাজারে ৬ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
- বাগেরহাটে ৮৩০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
- খাগড়াছড়িতে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ
- ইউটিউব মুছে দিল ইসরায়েলি অপরাধের ৭০০ ভিডিও
- এক্সিম ব্যাংকের সাবেক এমডি ফিরোজকে কারাগারে
- বিএনপিও গণভোট চায়, তবে একই দিনে
- বাগেরহাটে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও উঠান বৈঠক
- হাসিনা-জয়-পুতুলের দুর্নীতির মামলায় ৭৯ সাক্ষীর জবানবন্দি নেওয়া শেষ
- গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড
- বিসিএস পশুসম্পদ ক্যাডারে সমন্বিত মেকআপ কোর্সের বিষয়ে প্রজ্ঞাপন জারি
- খুলনায় পুলিশের ৫৯তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
- বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রসহ দুইজন নিহত
- স্ত্রী ও ছেলেসহ সাবেক মন্ত্রী মায়ার ৮১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
মাঠে যাচ্ছেন না পেলে
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর