Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : রবিবার, ২৭ এপ্রিল, ২০১৪ ০০:০০ টা
আপলোড : ২৭ এপ্রিল, ২০১৪ ০০:০০

ব্যারিস্টার রফিকুল অসুস্থ হাসপাতালে ভর্তি

ব্যারিস্টার রফিকুল অসুস্থ হাসপাতালে ভর্তি

গুরুতর অসুস্থ অবস্থায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসায় মাথা ঘুরে পড়ে গেলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি গ্যাস্ট্রো অ্যানথ্রোপোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ এস এম এ রায়হানের অধীনে ৩০৪ নম্বর ক্যাবিনে চিকিৎসাধীন রয়েছেন।  ব্যারিস্টার রফিক নিু রক্তচাপ, ডায়াবেটিসসহ বেশ কিছু রোগে ভুগছেন।

ব্যারিস্টার রফিকের ব্যক্তিগত সহকারী মুখসেদুর রহমান আবির বাংলাদেশ প্রতিদিনকে জানিয়েছেন, তিনি গতকাল সকালে চাঁদপুরে আইনজীবীদের একটি কর্মসূচিতে যাওয়ার জন্য নিউ ইস্কাটনের বাসা থেকে প্রস্তুতি নিচ্ছিলেন। বের হওয়ার আগমুহূর্তে হঠাৎ মাথা ঘুরে পড়ে যান। পরে বেলা ২টার দিকে বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি করা হয় তাকে।
 


আপনার মন্তব্য

Works on any devices

সম্পাদক : নঈম নিজাম

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট নং-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা থেকে প্রকাশিত এবং প্লট নং-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ থেকে মুদ্রিত।
ফোন : পিএবিএক্স-০৯৬১২১২০০০০, ৮৪৩২৩৬১-৩, ফ্যাক্স : বার্তা-৮৪৩২৩৬৪, ফ্যাক্স : বিজ্ঞাপন-৮৪৩২৩৬৫।

E-mail : [email protected] ,  [email protected]

Copyright © 2015-2019 bd-pratidin.com