বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০১৪ ০০:০০ টা

নর্থ সাউথ শিক্ষার্থী লিপু নিখোঁজ

নর্থ সাউথ শিক্ষার্থী লিপু নিখোঁজ

নর্থসাউথ ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ সেমিস্টারের ছাত্র তৌহিদুল ইসলাম লিপু তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। ঢাকা থেকে কুষ্টিয়ায় নিজের বাসায় বেড়াতে এসে ৩১ আগস্ট থেকে তার কোনো হদিস মিলছে না। তার ব্যবহৃত দুটি মোবাইলফোন নম্বর বন্ধ রয়েছে। লিপুর বাবা অগ্রণী ব্যাংকের সহকারী মহা-ব্যবস্থাপক ওয়াহিদুল ইসলাম এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। কুষ্টিয়া শহরের ১৩৯/৭ গির্জানাথ মজুমদার সড়কের বাসিন্দা ওয়াহিদুল ইসলাম জানান, ৩১ আগস্ট দুপুরে লিপু তার এক বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে বেড়াতে যায়। ওই দিন আমার মেয়ে মিমের সঙ্গে তার মোবাইলে কয়েকবার কথা হয়। বিকালে শেষবার যখন কথা হয় তখন লিপু মিমকে জানায় সে ভেড়ামারায় লালন শাহ সেতুর ওপর রয়েছে। এরপর থেকে তার মোবাইলফোনটি বন্ধ রয়েছে। এ ব্যাপারে তিনি ১ সেপ্টেম্বর কুষ্টিয়া মডেল থানায় ডায়েরি করেছেন।

মডেল থানা পুলিশের এক কর্মকর্তা বলেন, লিপু তার বন্ধুর সঙ্গে বের হয় ৩১ আগস্ট। ওই বন্ধুকে সোমবার সন্ধ্যায় আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিছু তথ্য পাওয়া গেছে। সোমবার থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়ার পর রাতেই সে গা-ঢাকা দিয়েছে। গতকাল পরিবারের লোকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাপ্পির বাবা-মা ও ভাইকে আটক করে। বাপ্পির বাড়ি শহরতলির উদীবাড়ি এলাকায়।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সোহেল রেজা জানান, লিপুকে উদ্ধারে তৎপরতা অব্যাহত রয়েছে। কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

 

 

সর্বশেষ খবর