বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০১৪ ০০:০০ টা

বাসসে অচলাবস্থা

সরকারি সংবাদ সংস্থা বাসস-এ নতুন ব্যবস্থাপনা সম্পাদক নিয়োগকে কেন্দ্র করে অচলাবস্থা চলছে। বিক্ষুব্ধ কর্মচারীরা এই নিয়োগের প্রতিবাদে সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন বাসস কার্যালয়ের বিদ্যুৎ ও টেলিফোন লাইনের। ফলে নিউজসহ সব কার্যক্রম বন্ধ রয়েছে বলে সংস্থাটিতে নিয়োজিত একাধিক সংবাদ কর্মী নিশ্চিত করেছেন। তবে এ ব্যাপারে দায়িত্ব নিয়ে কেউ কথা বলতে রাজি হননি।

বাসস সূত্রে জানা গেছে, সংস্থাটির বিশেষ প্রতিনিধি মনোজকান্তি রায়কে ব্যবস্থাপনা সম্পাদক পদে পদোন্নতি দেওয়াকে কেন্দ্র করে গতকাল দুপুর থেকে কর্মচারীদের ধর্মঘট শুরু হয়। কর্মচারী ইউনিয়নের নেতারা মনোজকান্তি রায়সহ পাঁচ সাংবাদিককে অবরুদ্ধ করে রাখেন। মনোজকান্তি রায় সাংবাদিকদের বলেন, 'স্বাধীনতাবিরোধী চক্র আমাদের অবরুদ্ধ করে রেখেছে।'

এ বিষয়ে বাসসের প্রধান প্রতিবেদক মধুসূদন মণ্ডল সাংবাদিকদের বলেন, তথ্যমন্ত্রীকে ঘটনা জানানো হয়েছে।

বাসস কর্মচারী ইউনিয়নের সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন সাংবাদিকদের বলেন, তিন-চারজনকে ডিঙিয়ে মনোজকান্তি রায়কে ব্যবস্থাপনা সম্পাদক পদে বসানো হয়েছে। কর্তৃপক্ষ আমাদের দাবি না মানা পর্যন্ত অবস্থান ধর্মঘট চলবে।

সর্বশেষ খবর