শনিবার, ৩১ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

রঙে সিসার ব্যবহার নিষিদ্ধের দাবি

নিজস্ব প্রতিবেদক

সীসাযুক্ত রং ব্যবহারে গড়ে ৭৭ শতাংশ মানুষ স্বাস্থ্যের ক্ষতিজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে দাবি করে সিসার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধের দাবি জানানো হয়েছে। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে ‘বিশ্বব্যাপী রঙে সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ’র মানববন্ধনে এ দাবি জানায় এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এসডো)।

এসডোর সাধারণ সম্পাদক ডা. শাহরিয়ার হোসেন বলেন, বাংলাদেশে রঙে উচ্চ মাত্রার সিসা ব্যবহার করা হয়। দেশের ৩১টি ও আমদানি করা ৬টি কোম্পানি রং বাজারজাত করছে। ২৯টি কোম্পানির রঙের ২২টিতে গ্রহণযোগ্য মাত্রার চেয়ে বেশি সসা রয়েছে। দেশে প্রতিবছর গড়ে ৭৭ হাজার ২২০ মেট্রিক টন শোভাবর্ধনকারী রং উৎপাদিত হয়, যেখানে ৯৮ শতাংশ রঙে মাত্রাতিরিক্ত সিসা ব্যবহার করা হয়।

এর ফলে ৭৭ শতাংশ শিশু ও বয়স্ক মানুষ নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছে।

সর্বশেষ খবর