সোমবার, ১৩ জুন, ২০১৬ ০০:০০ টা

আজ ইভ টিজিং প্রতিরোধ দিবস

নিজস্ব প্রতিবেদক

নারী, মেয়েশিশু, কিশোরী এবং তরুণীদের উত্ত্যক্ত করার জন্য বখাটেদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে প্রতিবছর ১৩ জুন ইভ টিজিং প্রতিরোধ দিবস পালন করা হয়। গত কয়েক বছরে বখাটেদের উৎপাতে দেশের বিভিন্ন বয়সী কয়েকজন ছাত্রী আত্মহত্যা করে। ইভ টিজিং-এর শিকার হয়ে প্রতিদিন দেশের মেয়েরা নানাভাবে ক্ষতিগ্রস্তও হচ্ছে। বন্ধ হয়ে যাচ্ছে তাদের লেখাপড়া। এসব কারণে বাড়ছে বাল্যবিবাহের হার। বিশেষজ্ঞদের মতে, আইন-শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে বখাটদের দমন করা যাবে না। ইভ টিজিং প্রতিরোধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর