গাজীপুরের টঙ্গী হিমারদিঘি তিস্তারগেট এলাকায় গতকাল ভোরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন। পুলিশ বলছে, নিহত যুবকের নাম জুয়েল ওরফে বাঘা জুয়েল (২৮)। তিনি এলাকার চিহ্নিত সন্ত্রাসী ছিলেন। তার কাছ থেকে বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি ছোরা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় টঙ্গী থানার এসআই সুমন ভক্ত, এএসআই বিপ্লব ও পুলিশ সদস্য আলম আহত হন। তাদের টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। নিহত জুয়েল ব্রাহ্মণাড়িয়ার বাঞ্ছারামপুর থানার সলিমগঞ্জ গ্রামের সেন্টু আহম্মদের ছেলে। ছোটবেলায় মা মারা যাওয়ার পর তিনি টঙ্গীর দত্তপাড়া আলম মার্কেট এলাকায় নানী ও খালার কাছে বড় হয়েছেন। পুলিশ জানায়, এলাকায় কিছু অস্ত্রধারী সন্ত্রাসী অবস্থান করছে বলে খবর পেয়ে টঙ্গী থানার এএসপি (সার্কেল) মো. সোনাহার আলী ও থানার ওসি ফিরোজ তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ ভোররাত ৩টার সময় ওই এলাকায় অভিযান চালায়। টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালাতে থাকে সন্ত্রাসীরা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় জুয়েল গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যান। অন্যরা পালিয়ে যায়। জুয়েলকে উদ্ধার করে ঢাকা পঙ্গু হাসপাতাল নেওয়ার পথে তিনি মারা যান। এ ব্যাপারে থানার ওসি ফিরোজ তালুকদার বলেন, জুয়েল একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা ও অস্ত্র মামলাসহ টঙ্গী থানায় একাধিক মামলা রয়েছে।
শিরোনাম
- শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সার্ভিস দেবে ডাকসু
- হল ছেড়ে মধ্যরাতে খোলা আকাশের নিচে ইডেন ছাত্রীরা, বিক্ষোভ
- ভিকারুননিসায় রবিবারের সব পরীক্ষা স্থগিত
- ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- ছাত্রাবাসে ফাটল : চাদর-বালিশ নিয়ে সড়কে শিক্ষার্থীরা
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- পেরুর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল এলাকার মাটিতে ফাটল থেকে নমুনা সংগ্রহ
- ২৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি
- এই সময়ে গ্যাস কূপে ড্রিলিং কাজ বন্ধ রাখা শ্রেয়, ফেসবুকে আবহাওয়াবিদ পলাশ
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- ক্ষতিগ্রস্ত ভবনগুলোর নিরাপত্তাঝুঁকি খতিয়ে দেখতে তদন্ত কমিটি
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত
টঙ্গী প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর