গাজীপুরের টঙ্গী হিমারদিঘি তিস্তারগেট এলাকায় গতকাল ভোরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন। পুলিশ বলছে, নিহত যুবকের নাম জুয়েল ওরফে বাঘা জুয়েল (২৮)। তিনি এলাকার চিহ্নিত সন্ত্রাসী ছিলেন। তার কাছ থেকে বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি ছোরা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় টঙ্গী থানার এসআই সুমন ভক্ত, এএসআই বিপ্লব ও পুলিশ সদস্য আলম আহত হন। তাদের টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। নিহত জুয়েল ব্রাহ্মণাড়িয়ার বাঞ্ছারামপুর থানার সলিমগঞ্জ গ্রামের সেন্টু আহম্মদের ছেলে। ছোটবেলায় মা মারা যাওয়ার পর তিনি টঙ্গীর দত্তপাড়া আলম মার্কেট এলাকায় নানী ও খালার কাছে বড় হয়েছেন। পুলিশ জানায়, এলাকায় কিছু অস্ত্রধারী সন্ত্রাসী অবস্থান করছে বলে খবর পেয়ে টঙ্গী থানার এএসপি (সার্কেল) মো. সোনাহার আলী ও থানার ওসি ফিরোজ তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ ভোররাত ৩টার সময় ওই এলাকায় অভিযান চালায়। টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালাতে থাকে সন্ত্রাসীরা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় জুয়েল গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যান। অন্যরা পালিয়ে যায়। জুয়েলকে উদ্ধার করে ঢাকা পঙ্গু হাসপাতাল নেওয়ার পথে তিনি মারা যান। এ ব্যাপারে থানার ওসি ফিরোজ তালুকদার বলেন, জুয়েল একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা ও অস্ত্র মামলাসহ টঙ্গী থানায় একাধিক মামলা রয়েছে।
শিরোনাম
- মার্কিন নির্বাচনে হামলার পরিকল্পনায় আফগান নাগরিকের ১৫ বছরের দণ্ড
- নারীদের নিরাপত্তা ও সুরক্ষায় ৫ প্রতিশ্রুতি তারেক রহমানের
- ‘শততম’ ম্যাচে শতক হাঁকালেন লিটনও
- শুক্রবার মামদানির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত
- মুশফিক ছাড়াও শততম টেস্টে শতক হাঁকিয়েছেন যারা
- শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশে
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক ফেরা প্রশ্নে আপিলের রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত
টঙ্গী প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর