সোমবার, ২১ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

জঙ্গি অভিযোগে আটক মহিলার কারাগারে সন্তান প্রসব

গাজীপুর প্রতিনিধি

জঙ্গি তত্পরতায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার এক নারী রবিবার গাজীপুর জেলা কারাগারে এক পুত্র সন্তান প্রসব করেছেন। তার নাম শাহনাজ আক্তার রুমি। আশুলিয়া র‌্যাবের জঙ্গিবিরোধী অভিযানের সময় পাঁচতলা ভবন থেকে পড়ে নিহত নব্য জেএমবির আমির ও ‘অর্থদাতা’ হিসেবে খ্যাত সারোয়ার জাহান ওরফে আবদুর রহমানের স্ত্রী।

গাজীপুর জেলা কারাগারের সুপার সুভাষ চন্দ্র ঘোষ জানান, শনিবার রাতে জন্মের পর থেকে মা ও ছেলে দুজনই সুস্থ আছে। শনিবার রুমি হঠাৎ অসুস্থ হলে দুপুরে তাকে প্রথমে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঢাকা থেকে ফেরত পাঠানোর পর রাত ১টার দিকে কারাগারের মহিলা ওয়ার্ডে তার ছেলে সন্তানের জন্ম হয়।

কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারা সূত্র জানায়, আগের ঘরের চার বছরের একটি শিশুপুত্র নিয়ে রুমি আবদুর রহমানকে বিয়ে করেন। এদিকে আবদুর রহমানের স্ত্রীর ছাড়াছাড়ির পর ওই ঘরে থাকা ১১ বছরের একটি কন্যা শিশু ও ছয় বছরের একটি শিশুপুত্রকে নিয়ে রুমিকে বিয়ে করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর