মিয়ানমার সরকার যেভাবে গণহত্যা শুরু করেছে তা রীতিমতো বিশ্ব বিবেককে অবাক করেছে। অসহায় রোহিঙ্গা মুসলমানদের নির্বিচারে হত্যা, ধর্ষণ, ঘুমন্ত অবস্থায় আগুন দিয়ে মানুষ পোড়ানো মানবতাবিরোধীর নিকৃষ্ট উদাহরণ। নারী-পুরুষ, শিশুরা আজ মানবেতর জীবন-যাপন করছে। চর্তুদশ শতাব্দীর মুজাদ্দিদ আলা হজরত ইমাম আহমদ রেযা খান বেরলভী রাহমাতুলল্লাহি আলাইহি’র ৯৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল রাজধানীর বিএমএ অডিটরিয়ামে ইমামে আজম ও আলা হজরত গবেষণা পরিষদ আয়োজিত কনফারেন্সে বক্তারা একথা বলেন। উপাধ্যক্ষ মুফতি আবুল কাসেম মুহাম্মদ ফজলুল হক ও মাওলানা মুফতি মুহাম্মদ বখতিয়ার উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল্লামা মুহাম্মদ জালাল উদ্দীন আলকাদেরী ও মুফতি ওবায়দুল হক নঈমী। প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল।