রাজধানীর কামরাঙ্গীরচরে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। গতকাল সকাল সাড়ে ৭টার দিকে কামরাঙ্গীরচরের রহমতবাগের তামান্না প্লাস্টিক কারখানায় আগুন লাগে। হাজী মো. ইসমাইল ও ইসহাক মনির কারখানাটির মালিক বলে জানা গেছে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার আতিকুল আলম চৌধুরী জানান, আগুন লাগার খবর পেয়ে তাদের ৮টি ইউনিট সেখানে যায়।