শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ঢাবির দর্শন বিভাগ অ্যালামনাইনের পুনর্মিলনী

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

শত ব্যস্ততা ভুলে পুরনো দিনের স্মৃতি রোমন্থন করতে ঢাবি দর্শন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণায় গতকাল মুখরিত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র। ‘সৌহার্দ্য স্মৃতির বন্ধনে আবদ্ধ আমরা, এস মিলি প্রাণের আনন্দে’ স্লোগানে গতকাল পালিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৯ম পুনর্মিলনী। সারা দিনজুড়ে সাবেক শিক্ষার্থীরা গল্প, আড্ডা, গান আর স্মৃতিচারণে যেন ফিরে যেতে চাইলেন হারানো সোনালি দিনে।

১৯৮২ সালে দর্শন বিভাগের শিক্ষার্থী ছিলেন আশরাফুল হক বকুল, বজলুর রশিদ, মাহবুবুর রহমান, আবদুস সালাম। দীর্ঘদিন পর বন্ধুদের পেয়ে তাদের কথা যেন থামতেই চায় না। আড্ডা, গল্প, খুনসুটি আর স্মৃতিচারণে তারা যেন ক্ষণিকের জন্য হলেও ফিরে যেতে চান সেই সোনালি দিনগুলোয়।  একই ব্যাচের আর এক শিক্ষার্থী মার্কিন প্রবাসী শামীম খন্দকার বলেন, শুধু ব্যাচের সবাইকে একসঙ্গে দেখব, একসঙ্গে বসে গল্প করব বলেই সুদূর আমেরিকা থেকে প্রতিবছর পুনর্মিলনী অনুষ্ঠানে এসে হাজির হই। সকাল ১০টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। দর্শন বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. প্রদীপ কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক এবং বিশেষ অতিথি হিসেবে দর্শন বিভাগের অনারারি অধ্যাপক আমিনুল ইসলাম ও ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের  ভারপ্রাপ্ত সভাপতি মোল্লা মো. আবু কাওছার উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর