Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা
আপলোড : ৬ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০৫

রাজধানীতে সিলিন্ডার বিস্ফোরণে দুজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে সিলিন্ডার বিস্ফোরণে দুজনের মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ীতে বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরণে দুজনের মৃত্যু হয়েছে। তারা হলেন— সাইকুল (৪০) ও জুনু (২০)। এ ঘটনায় দগ্ধ হয়েছে আরও দুজন। গতকাল দুপুরে শেখদি বটতলা গুটিবাড়ি এলাকার একটি টিনশেড বাসায় এ দুর্ঘটনা ঘটে।

যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) তোফায়েল আহমেদ বলেন, দুপুরে বেলুনে গ্যাস ভরার সময় বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলে সাইকুল ও জুনুর মৃত্যু হয়। আরও দুজন আহত হয়েছে। তবে তাদের খোঁজ পাওয়া যায়নি। তিনি বলেন, স্থানীয় লিলি বেগমের বাসায় হতাহতরা থাকতেন। তারা বইমেলায় বিক্রির জন্য বেলুন প্রস্তুত করছিলেন। মৃত জুনুর বাবার নাম নাসির। তাদের বাড়ি হবিগঞ্জের লাখাই উপজেলায়। মৃত সাইকুলের বাড়ি একই উপজেলায়। তার বাবার নাম ইসমাইল।

স্থানীয়রা জানান, দুপুরে ভূমিকম্পের মতো বাসাটি কেঁপে উঠে। ঘটনাস্থলেই গিয়ে দেখি মানুষের শরীরের খণ্ড-বিখণ্ড লাশ পড়ে আছে। এছাড়া বিস্ফোরণে টিনশেড বাসা ভেদ করে অন্য জায়গায় লাশের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ ছড়িয়ে পড়ে। পরে পুলিশে খবর দেওয়া হয়।


আপনার মন্তব্য