কক্সবাজার এলাকায় গভীর সমুদ্রে অভিযান চালিয়ে মাছ ধরার নৌকা থেকে পাঁচ লাখ ইয়াবাসহ নয়জনকে আটক করেছে র্যাব। র্যাব-৭-এর কক্সবাজার ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. রুহুল আমিন জানান, গতকাল ভোরে অভিযান চালিয়ে ইয়াবা বহনকারী মাছ ধরার ট্রলারসহ তাদের আটক করা হয়। তিনি বলেন, সাগরপথে কয়েকটি সিন্ডিকেট মাছ ধরার ট্রলারে করে টেকনাফ-চট্টগ্রাম রুটে ইয়াবা পাচার করে আসছিল। র্যাব দীর্ঘদিন ধরে খোঁজখবর নেওয়ার পর গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালায়। সন্দেহজনক ট্রলারটি থামার সংকেত দিলে তারা পালানোর চেষ্টা করে। কিন্তু র্যাব ধাওয়া দিয়ে আটজনকে আটক করে। ট্রলারের মাছ রাখার জায়গা থেকে প্যাকেট করা সাড়ে চার লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয় জানিয়ে র্যাব কর্মকর্তা মেজর রুহুল বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদের পর কক্সবাজার শহর থেকে ট্রলার মালিক সুলতান আহম্মদকে আটক করা হয়। পরে তার বাড়ি থেকে আরও ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন— কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরের বাসিন্দা নূর মোহাম্মদের ছেলে মো. হাবিবুল্লাহ (৩৭), মো. আবদুল্লাহর ছেলে জাহিদ হোসেন (৩০), সৈয়দ হোসেনের ছেলে মো. আবদুল হামিদ (২০), মিয়ানমারের আকিয়াব জেলার মংডু থানার মুন্সিপাড়ার নূর বশরের ছেলে মো. জাহাঙ্গীর (১৯), আবদুর রাজ্জাকের ছেলে মো. ওসমান গনি (২০) এবং ট্রলারমালিক কক্সবাজার শহরের রুমালিয়ারছড়ার আবু বক্করের ছেলে মো. সুলতান আহম্মদ (৪০), খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার মালবাগান এলাকার শামসুল হকের ছেলে মো. মিজানুর রহমান (৪৭), ট্রলার চালক লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার সুজন গ্রামের আবদুল মতলবের ছেলে আবদুর রউফ (৪৫) ও রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার গয়েশপুর এলাকার আবদুল গফুরের ছেলে মো. আবদুর রাজ্জাক মিয়া (৫৫)।
শিরোনাম
- ছিটকে গেলেন মহারাজ, প্রোটিয়াদের নেতৃত্বে মুল্ডার
- কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
- মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা
- নতুন গানে কন্ঠ দিলেন সাবিনা ইয়াসমিন
- ওয়াটারলু উৎসবে বাংলাদেশের ‘আনটাং’
- অবশেষে পটিয়া থানার ওসিকে প্রত্যাহার
- নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
- বয়সের বাধা পেরিয়ে ধর্মীয় জ্ঞান আহরণ
- সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেফতার
- ক্যান্সার থেকে সেরে ওঠা ‘রোলার কোস্টার যাত্রা’: প্রিন্সেস কেট
- শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ
- মার্কিন সিনেটে ‘বিগ বিউটিফুল বিল’ পাস
- ‘হলি আর্টিজান নিয়ে ডিএমপি কমিশনারের বক্তব্য খণ্ডিতভাবে উপস্থাপিত হয়েছে’
- জাতীয় ঐকমত্য গঠনে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি : সালাহউদ্দিন
- আগামী ৫ দিনে দেশজুড়ে বৃষ্টির আভাস
- জাপানে দুই সপ্তাহে ৯১১ ভূমিকম্প
- জনতার ভয়ে ডোবায় কেশবপুর আওয়ামী লীগের সভাপতি
- বিশেষ অভিযানে আরও ১৩০৫ জন গ্রেফতার
- ইতিহাস গড়ে প্রথমবার এশিয়ান কাপে বাংলাদেশ
- সংখ্যানুপাতিক নির্বাচনের জন্য সংসদের সিদ্ধান্ত প্রয়োজন : আমীর খসরু
গভীর সমুদ্রে র্যাবের অভিযান
ট্রলার থেকে ৫ লাখ ইয়াবাসহ রোহিঙ্গা শরণার্থী আটক
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর