ওরা সবাই ফাগুন মেলায় যাওয়ার জন্য রওনা হয়েছিল। দুটি মাইক্রোবাসে করে ৩২ জন যাচ্ছিল। কিন্তু পথিমধ্যে ঘটে গেল অঘটন। বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে একটি মাইক্রোবাসের ১২ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। ওদের কারোই আর ফাগুন মেলায় যোগ দেওয়া হলো না। প্রসঙ্গত, গতকাল নরসিংদীর বেলাবতে যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নারী-শিশুসহ ১২ জন নিহত হয়েছেন। সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বেলাব উপজেলার দড়িকান্দি বাজার নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী। চালক ছাড়া সবাই ছাতিরচর গ্রামের বাসিন্দা। একসঙ্গে এভাবে এত মানুষের প্রাণহানির খবরে ছাতিরচর গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। কান্নার রোল পড়েছে পুরো গ্রামে। নিমিষেই মেলার আনন্দ রূপ নিয়েছে বিলাপে। খবর জানার পর স্বজনদের মরদেহ নিতে নিকলী উপজেলা চেয়ারম্যান, স্থানীয় আওয়ামী লীগের সভাপতি ইয়ার খানের নেতৃত্বে প্রায় শতাধিক গ্রামবাসী দল বেঁধে ভৈরব হাইওয়ে ফাঁড়িতে আসেন। এ সময় নিহতদের মরদেহ দেখে সবাই কান্নায় ভেঙে পড়েন। তাদের আর্তনাদে থানা এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। নিহত মানিক মিয়া, মাফিয়া খাতুন, অন্তর আলমের লাশ নিতে আসেন মানিক মিয়ার ছেলে নুরুন নবী। মা-বাবা ও ভাইরে লাশ দেখে হতবিহ্বল হয়ে পড়েন তিনি। কোনো রকমে ‘আনন্দ উল্লাস আর মেলা দেখা হলো না আমার মা-বাবার’ বলতেই জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। লাশ নিতে নুরুন নবীর সঙ্গে আসেন তার বন্ধু তৌহিদুল ইসলাম। তিনি বলেন, প্রতি বছর আমাদের গ্রামে ফাগুনের প্রথম দিন থেকেই সপ্তাহব্যাপী হয় ফাগুন মেলা। মেলাকে ঘিরে গ্রামের সব লোক একত্রিত হন। মেলায় আনন্দ-উল্লাস আর ভূরিভোজ হয়। মেলাকে কেন্দ্র করে পুরো গ্রাম উৎসবমুখর থাকে। কিন্তু এবার উৎসব কান্নার রোলে পরিণত হয়েছে।
শিরোনাম
- চাকরির শেষ কর্মদিবসে বিদ্যালয়েই মারা গেলেন প্রধান শিক্ষক
- গুম-খুনের অভিযোগ : সিআইডির এডিশনাল এসপি মশিউর কারাগারে
- জনপ্রশাসনবিষয়ক কমিটি বাতিল
- সরানো হলো ডিএসসিসির প্রশাসক ও ঢাকা ওয়াসার এমডিকে
- রান তাড়ার বিশ্ব রেকর্ড গড়ে ফাইনালে ভারত
- তফসিলের পর প্রশাসন-পুলিশে রদবদলের উদ্যোগ নেবে ইসি
- ডোপ টেস্ট পজিটিভ হলে জকসুর প্রার্থিতা বাতিল
- বাড্ডায় মেট্রো লাইন স্থানান্তর শুরু, বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ
- চলতি বছর ই-রিটার্ন দাখিল করেছেন ১০ লাখের বেশি করদাতা
- ‘শাপলা যদি দিতেই চান একটু ফুটাইয়া দিলে ক্ষতি কী?’
- পাপ ও প্রতিশোধের ভয়ংকর গল্প ‘কিতাব সিজ্জিন দান ইল্লিয়িন’ আসছে স্টার সিনেপ্লেক্সে
- কাশ্মীরে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের ঘোষণা পাকিস্তানের
- নিজেদের সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রুশ কমান্ডাররা
- সুদানের এল ফাশেরে ১৪ হাজারের বেশি বেসামরিক নিহত
- বিএমএ ‘হল অব ফেইম’-এ অন্তর্ভুক্ত হলেন নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধান
- তুরস্কের অনুরোধে আফগানিস্তান-পাকিস্তান ফের আলোচনায় বসছে
- মহাকাশ মিশনে যাচ্ছেন প্রথম পাকিস্তানি নভোচারী
- প্রেস অ্যাক্রিডিটেশন আপিল কমিটি গঠন
- রাবিতে যাতায়াত সুবিধায় ই-কার সার্ভিস চালুর ঘোষণা
- কুমিল্লায় নিখোঁজের ৭ দিন পর শিশু আদিবার মরদেহ উদ্ধার
ফাগুন মেলায় যাওয়া হলো না ওদের
সঞ্জিত সাহা, নরসিংদী
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর