ওরা সবাই ফাগুন মেলায় যাওয়ার জন্য রওনা হয়েছিল। দুটি মাইক্রোবাসে করে ৩২ জন যাচ্ছিল। কিন্তু পথিমধ্যে ঘটে গেল অঘটন। বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে একটি মাইক্রোবাসের ১২ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। ওদের কারোই আর ফাগুন মেলায় যোগ দেওয়া হলো না। প্রসঙ্গত, গতকাল নরসিংদীর বেলাবতে যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নারী-শিশুসহ ১২ জন নিহত হয়েছেন। সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বেলাব উপজেলার দড়িকান্দি বাজার নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী। চালক ছাড়া সবাই ছাতিরচর গ্রামের বাসিন্দা। একসঙ্গে এভাবে এত মানুষের প্রাণহানির খবরে ছাতিরচর গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। কান্নার রোল পড়েছে পুরো গ্রামে। নিমিষেই মেলার আনন্দ রূপ নিয়েছে বিলাপে। খবর জানার পর স্বজনদের মরদেহ নিতে নিকলী উপজেলা চেয়ারম্যান, স্থানীয় আওয়ামী লীগের সভাপতি ইয়ার খানের নেতৃত্বে প্রায় শতাধিক গ্রামবাসী দল বেঁধে ভৈরব হাইওয়ে ফাঁড়িতে আসেন। এ সময় নিহতদের মরদেহ দেখে সবাই কান্নায় ভেঙে পড়েন। তাদের আর্তনাদে থানা এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। নিহত মানিক মিয়া, মাফিয়া খাতুন, অন্তর আলমের লাশ নিতে আসেন মানিক মিয়ার ছেলে নুরুন নবী। মা-বাবা ও ভাইরে লাশ দেখে হতবিহ্বল হয়ে পড়েন তিনি। কোনো রকমে ‘আনন্দ উল্লাস আর মেলা দেখা হলো না আমার মা-বাবার’ বলতেই জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। লাশ নিতে নুরুন নবীর সঙ্গে আসেন তার বন্ধু তৌহিদুল ইসলাম। তিনি বলেন, প্রতি বছর আমাদের গ্রামে ফাগুনের প্রথম দিন থেকেই সপ্তাহব্যাপী হয় ফাগুন মেলা। মেলাকে ঘিরে গ্রামের সব লোক একত্রিত হন। মেলায় আনন্দ-উল্লাস আর ভূরিভোজ হয়। মেলাকে কেন্দ্র করে পুরো গ্রাম উৎসবমুখর থাকে। কিন্তু এবার উৎসব কান্নার রোলে পরিণত হয়েছে।
শিরোনাম
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
ফাগুন মেলায় যাওয়া হলো না ওদের
সঞ্জিত সাহা, নরসিংদী
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর