রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

পাকিস্তানে ‘হিন্দু বিয়ে বিল’ পাস

পাকিস্তানের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে শুক্রবার সর্বসম্মতিক্রমে ‘হিন্দু বিয়ে বিল-২০১৭’ নামে একটি বিল পাস হয়েছে। ইসলামী প্রজাতন্ত্রটিতে এটিই সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের জন্য পাস হওয়া প্রথম কোনো ‘ব্যক্তিগত আইন’। ২০১৫ সালের ২৬ সেপ্টেম্বর পাকিস্তানের জাতীয় পরিষদ অনুমোদিত এ বিলটি প্রায় দেড় বছর পর সিনেটে পাস হলো। এখন রাষ্ট্রপতির স্বাক্ষরের পর আগামী সপ্তাহে বিলটি আইনে পরিণত হবে। এ আইনের ফলে হিন্দু নারীরা তাদের বিয়ের প্রমাণ হিসেবে ‘শাদিপত্র’ পাবেন। এটি মুসলিমদের কাবিননামার মতো সরকারিভাবে নিবন্ধিত পুরোহিতের স্বাক্ষর থাকবে। নতুন আইনে হিন্দু দম্পতিরা বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন করতে পারবেন। ফলে নতুন করে বিয়ের জন্য কাউকে ধর্ম পরিবর্তন করতে হবে না। বরং আদালতের কাছে বিয়ে বিচ্ছেদের আবেদন করে নতুন বিয়ে করতে পারবেন। আইনটি পাকিস্তানের পাঞ্জাব, বেলুচিস্তান এবং খাইবার পাখতুনখোয়া প্রদেশে প্রথমবারের মতো হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিগত আইন হিসেবে প্রযোজ্য হবে। তবে সিন্ধু প্রদেশে আগে থেকেই নিজস্ব হিন্দু বিয়ে আইন রয়েছে। শুক্রবার পাকিস্তানের সিনেটে আইনমন্ত্রী জাহিদ হামিদ ‘হিন্দু বিয়ে বিল-২০১৭’ উপস্থাপন করেন। কোনো সিনেটরই বিলটির বিরোধিতা করেননি এবং কোনো বিষয়ে আপত্তি করেননি।  ডন অনলাইন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর