সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

‘কুমিল্লা’ নামে বিভাগের দাবি অব্যাহত

কুমিল্লা প্রতিনিধি

‘কুমিল্লা’ নামে বিভাগ ঘোষণার দাবিতে গতকাল দিনব্যাপী কুমিল্লা নগরীসহ জেলার বিভিন্ন উপজেলা পর্যায়ে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও নানান কর্মসূচি পালিত হয়েছে। নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে মানববন্ধন ও প্রতিবাদী সমাবেশ করেছে কুমিল্লা নাগরিক ফোরাম। এতে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি কামরুল আহসান বাবুল, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, অধ্যক্ষ শফিকুর রহমান, এটিএম হুমায়ুন কবীর, মাহমুদুল হক পিটারসহ সংগঠনের নেতারা। এছাড়া কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ও কুমিল্লা জিলা স্কুলের শিক্ষার্থী, মহানগর ক্লাব, জেলা পরিষদ মার্কেট ব্যবসায়ী সমিতি, ইস্টার্ন ইয়াকুব প্লাজা ব্যবসায়ী সংগঠন, কুমিল্লা যুব ফোরাম ছাড়াও বিভিন্ন উপজেলা সদরসহ বিভিন্ন স্থানে শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসায়ীসহ প্রায় অর্ধশত সংগঠনের উদ্যোগে ‘কুমিল্লা’ নামে বিভাগের দাবিতে কর্মসূচি পালন করা হয়।

বক্তারা কুমিল্লাকে বাদ দিয়ে অন্য নামে বিভাগ করার প্রস্তাবনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, কুমিল্লা বিভাগের নাম, কুমিল্লা নামে হতে হবে। অন্য কোনো নাম আমরা কুমিল্লাবাসী গ্রহণ করব না। এ ব্যাপারে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কুমিল্লাবাসীকে ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, কুমিল্লার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদের চিহ্নিত করুন, ঘৃণা করুন এবং প্রতিহত করুন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর