সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ধর্ষণ চেষ্টার ঘটনা সাজিয়ে মামলা করায় নারীর কারাদণ্ড

আদালত প্রতিবেদক

ধর্ষণ চেষ্টার মিথ্যা ঘটনা সাজিয়ে মামলা করার দায়ে ঢাকার দোহারের বাসিন্দা ফিরোজা বেগম ওরফে ফেরুকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল ঢাকার ৫-নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তানজিলা ইসমাইল এ রায় ঘোষণা করেন। এ সময় দণ্ডপ্রাপ্ত ফিরোজা বেগম আদালতে হাজির ছিলেন। আদালতের সরকারি কৌঁসুলি আলী আসগর স্বপন সাংবাদিকদের জানান, দণ্ডপ্রাপ্ত ওই নারী ঢাকার দোহারের বাসিন্দা, তার নাম ফিরোজা বেগম ওরফে ফেরু। আদালত পরে ওই দণ্ডপ্রাপ্তকে জামিনে মুক্তির আদেশ দেন। জানা গেছে, গিয়াস উদ্দিন গোলাপের সঙ্গে দণ্ডপ্রাপ্ত ফিরোজা বেগমের জমিজমা নিয়ে বিরোধ ছিল। এ কারণে গিয়াস উদ্দিনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ চেষ্টার মিথ্যা ঘটনা সাজিয়ে মামলা করেন ফিরোজা বেগম। মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় ফিরোজা বেগম ওরফে ফেরুকে শাস্তি প্রদান করেন আদালত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর