মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

রাষ্ট্রপতির সঙ্গে নতুন ইসির সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

শপথ নেওয়ার পাঁচ দিনের মাথায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে প্রথমবারের মতো সাক্ষাৎ করেছেন নির্বাচন কমিশনের নতুন সদস্যরা। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার নেতৃত্বে নির্বাচন কমিশনাররা গতকাল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। পরে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, এ সময় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে রাজনৈতিক দলসহ সংশ্লিষ্টদের সহযোগিতা নিয়ে চলার জন্য নতুন কমিশনারদের রাষ্ট্রপতি পরামর্শ দেন। সাক্ষাতের সময় রাষ্ট্রপতি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন একটি অন্যতম উপাদান। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে রাজনৈতিক দল এবং সাধারণ মানুষের সহযোগিতা আবশ্যক। নতুন নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি সাক্ষাতের সময় আশা করেন, নতুন নির্বাচন কমিশন আস্থার সঙ্গে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনে সক্ষম হবে।

সর্বশেষ খবর