Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : বুধবার, ১৫ মার্চ, ২০১৭ ০০:০০ টা
আপলোড : ১৪ মার্চ, ২০১৭ ২৩:১৬

ই-ভোটিংয়ে ইউপি নির্বাচনে প্রার্থী বাছাই বাঞ্ছারামপুরে

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ই-ভোটিংয়ে ইউপি নির্বাচনে প্রার্থী বাছাই বাঞ্ছারামপুরে

অপটিক্যাল কাউন্টিং সিস্টেম পদ্ধতিতে (ই-ভোটিং) ইউপি নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করল ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের আইয়ুবপুর ও দরিয়াদৌলতের আওয়ামী লীগ নেতারা। গতকাল পৃথকভাবে এই ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণা করা হয়। সার্বিক বিষয় তদারকি করেন মুক্তিযুদ্ধবিষয়ক সংসদীয় কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের এমপি ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম (অব.)। তার সঙ্গে ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি সিরাজুল ইসলামসহ উপজেলা ও স্থানীয় নেতা-কর্মীরা। এ প্রসঙ্গে ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম এমপি বলেন, জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের ছোঁয়া শহর থেকে গ্রামে পৌঁছেছে। ডিজিটাল বাংলাদেশ শুধু নামেই নয়, কাজের মাধ্যমে প্রমাণিত। তার ধারাবাহিকতায় ইউপি নির্বাচনে এই প্রথম বাঞ্ছারামপুরে ই-ভোটিং চালু করা হলো। দুই ইউপিতে ভোট গ্রহণে সময় লাগে মাত্র এক ঘণ্টা ১৫ মিনিট। ভোটের মাধ্যমে দরিয়াদৌলতে শরিফুল ইসলাম রিপন এবং আইয়ুবপুরে মো. নজরুল ইসলাম আওয়ামী লীগের প্রার্থী মনোনীত হন। আগামী ১৬ এপ্রিল এই দুই ইউপিতে ভোট গ্রহণ করা হবে।

 


আপনার মন্তব্য

এই বিভাগের আরও খবর