হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের চাঞ্চল্যকর ৪ শিশু হত্যা মামলা সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের আদেশ দেওয়া হয়েছে। গতকাল দুপুরে মামলার নির্ধারিত তারিখে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক প্রশান্ত কুমার বিশ্বাস এই আদেশ দেন। এর আগে সাক্ষ্য গ্রহণের জন্য কারাগারে থাকা মামলার প্রধান আসামি আবদুল আলী বাগালসহ ৫ আসামিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির করা হয়। বিচারক প্রশান্ত কুমার বিশ্বাস সাক্ষ্য গ্রহণ না করে মামলাটি সিলেট প্রেরণের আদেশ দেন। বাদী পক্ষের আইনজীবী ও চাঞ্চল্যকর এই মামলায় সরকার নিযুক্ত বিশেষ পিপি অ্যাডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজন জানান, দেশের বিভিন্ন চাঞ্চল্যকর মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিষ্পত্তির জন্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের প্রেক্ষিতে ৪ শিশু হত্যা মামলাটি সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করার আদেশ দেওয়া হয়েছে। তিনি আরও জানান, গত এক সপ্তাহে তিনটি তারিখে নিহত শিশুদের লাশের ময়নাতদন্তকারী চিকিৎসক আবু নাঈম মৃধা ও ডাক্তার দেবাশীষ দাশ, মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোকতাদির হোসেন ও ঘটনার সময়ে বাহুবল থানার ওসি মোশাররফ হোসেনসহ বিভিন্ন তারিখে ৪৩ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। আর দুজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ বাকি ছিল। প্রসঙ্গত, ২০১৬ সালের ১২ ফেব্রুয়ারি বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের ৪ শিশু খেলতে গিয়ে নিখোঁজ হয়। নিখোঁজের ৫ দিন পর ১৭ ফেব্রুয়ারি বাড়ির অদূরে বালিমাটিতে পুঁতে রাখা অবস্থায় তাদের লাশ উদ্ধার করে পুলিশ।
শিরোনাম
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
- ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের
- এটি বড় ভূমিকম্পের আগাম বার্তা: গবেষক আনসারী
- নরসিংদীতে ভূমিকম্পে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু, অর্ধশতাধিক আহত
- চাটমোহরে রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- ভূমিকম্পে হতাহতদের জন্য তারেক রহমানের শোক
- সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টা ও বিএনপি চেয়ারপারসনের সৌজন্য সাক্ষাৎ
- গাইবান্ধা স্টেডিয়াম পরিদর্শনে বিসিবি পরিচালক আসিফ আকবর
- ৩০ নভেম্বর থেকে ফের কর্মবিরতির ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের
- ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে কন্ট্রোল রুম চালু করলো সরকার
হবিগঞ্জের ৪ শিশু হত্যা মামলা সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর
হবিগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর