বুধবার, ১৫ মার্চ, ২০১৭ ০০:০০ টা
মোনালিসা ক্লাবের সেমিনার

বয়ঃসন্ধিকালে স্বাস্থ্য সচেতন হওয়া জরুরি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

মেয়েদের বয়ঃসন্ধিকালে স্বাস্থ্য সচেতন হওয়া অত্যন্ত জরুরি। এ সময় সচেতন না হলে মেয়েরা নানা মাত্রিক পার্শ্বপ্রতিক্রিয়ায় আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। মোনালিসা উইমেন্স ক্লাব আয়োজিত ‘নারীদের স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা’ শীর্ষক সেমিনারে ইব্রাহীম ইকবাল মেমোরিয়াল হসপিটালের গাইনি বিশেষজ্ঞ ডা. রিংকু দাশ এসব কথা বলেন। গতকাল দুপুরে চট্টগ্রামের  চন্দনাইশের বিজিসি ট্রাস্ট একাডেমি স্কুল অ্যান্ড কলেজে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে ডা. রিংকু দাস নারীদের ঋতুকালীন স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা প্রসঙ্গে বলেন, যখনই পিরিয়ড হবে, তখনই স্বাস্থ্য সচেতন থাকতে হবে।

এ সময় সচেতন না হলে ইনফেকশন হয়ে নারীদের বড় ধরনের ঝুঁকি থাকে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর