বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০১৭ ০০:০০ টা

বিচার শুরু ১১ জেএমবি সদস্যের

নিজস্ব প্রতিবেদক

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রাজধানীর উত্তরা পশ্চিম থানার জঙ্গিসংগঠন জেএমবির ১১ সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্যদিয়ে বিচার কাজ শুরু হয়েছে। আদালত এ মামলায় সাক্ষী গ্রহণের জন্য ২৪ এপ্রিল দিন ধার্য করেছে। গতকাল ঢাকার ৪র্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক জাহিদুল কবির এ অভিযোগ গঠন করেন। মামলার আসামিরা হলেন আরমান বিন আজাদ, বাবু মুন্সি, খোরশেদ আলম, ওমর ফারুক, আলহাজ মিয়া, হেলাল উদ্দিন, আবদুল বাসেদ, মিজানুর রহমান, সুজাত, আজহার আলী ও ফরহাদ হোসেন। মামলার নথি সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৯ নভেম্বর গোপন বৈঠকের সময় রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে ১১ জঙ্গিকে আটক করা হয়। এ ঘটনায় ওইদিন উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক শাজাহান মিয়া বাদী হয়ে একটি মামলা করেন। পরে ২০১৬ সালের ৯ মার্চ ডিবি পুলিশের পরিদর্শক জহির হোসেন জেএমবির এই ১১ সদস্যের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।

সর্বশেষ খবর