মঙ্গলবার, ১৮ জুলাই, ২০১৭ ০০:০০ টা

সার্জেন্টের সঙ্গে জবি ছাত্রদের হাতাহাতি

নিজস্ব প্রতিবেদক

বাস উল্টো পথে যেতে বাধা দেওয়ায় রাজধানীর বাংলামোটরে পুলিশের সার্জেন্ট কায়সার হামিদের সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতাহাতি হয়েছে। গতকাল বিকাল সোয়া ৫টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে শাহবাগের দিক থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুটি দোতলা বাস বাংলামোটরে সিগন্যালে এসে থামে। এ সময় কয়েকজন ছাত্র বাস  থেকে নেমে কারওয়ান বাজারের (সোনারগাঁও ক্রসিং) দিক থেকে শাহবাগগামী গাড়িগুলোকে আটকে দোতলা বাস দুটিকে উল্টো পথে নেওয়ার চেষ্টা করলে কর্তব্যরত সার্জেন্ট এসে বাধা দেন। এ সময় সার্জেন্টের সঙ্গে তাদের বাক?বিতণ্ডা হয়। সার্জেন্ট ছাত্রদের ট্রাফিক আটকাতে নিষেধ করেন। একপর্যায়ে বাস থেকে আরও কয়েক ছাত্র নেমে সার্জেন্টের ওপর চড়াও হয়ে ধাক্কাধাক্কি শুরু করেন। ঘটনাস্থলে থাকা আরেক সার্জেন্ট গিয়ে মোবাইল ফোনে ঘটনার ভিডিও ধারণ শুরু করলে ছাত্ররা বাসে ফিরে যান। তখন বাস দুটি সোজা পথেই কারওয়ান বাজারের দিকে রওনা হয়।

নাম প্রকাশ না করার শর্তে প্রত্যক্ষদর্শী এক কলেজছাত্র বলেন, ঘটনার শুরুতেই বিশ্ববিদ্যালয়ের তিনটি বাসের মধ্যে একটি দোতলা বাস উল্টো পথে ঢুকে পড়ে। বাকি দুটি বাসকে আটকাতে গিয়েই  তোপের মুখে পড়েন সার্জেন্ট কায়সার। এ বিষয়ে সার্জেন্ট কায়সার হামিদ বলেন, বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। তবে কোনো মামলা করেননি। ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের রমনা অঞ্চলের সহকারী কমিশনার মো. আলাউদ্দীন বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুটি বাস বাংলামোটর  থেকে উল্টো পথে সোনারগাঁও ক্রসিংয়ের দিকে যেতে চাইলে সার্জেন্ট কায়সার বাধা দেন। বাক?বিতণ্ডার একপর্যায়ে তারা সার্জেন্টের ওপর চড়াও হন, কিছু ধাক্কাধাক্কি করেন। পরে অবশ্য বাস দুটি সোজা পথেই পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর