বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

এমপি একরামকে হত্যার হুমকির প্রতিবাদে সমাবেশ হুমকিদাতা আটক

নোয়াখালী প্রতিনিধি

এমপি একরামকে হত্যার হুমকির প্রতিবাদে সমাবেশ হুমকিদাতা আটক

এমপি একরাম চৌধুরীকে হত্যার হুমকির প্রতিবাদে গতকাল নোয়াখালীতে বিক্ষোভ — বাংলাদেশ প্রতিদিন

নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীকে মুঠোফোনে খুদেবার্তার (এসএমএস) মাধ্যমে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়েছে। এদিকে এমপিকে খুদেবার্তার মাধ্যমে হুমকি দেওয়ার অভিযোগে সদর উপজেলার চর উরিয়া গ্রামের মনছুর আহম্মদ সোহাগ (৩২) নামে এক যুবককে সুধারাম থানা পুলিশ গতকাল বিকালে আটক করেছে।

সরেজমিনে গিয়ে জানা যায়, এমপি একরামুল করিম চৌধুরীকে হত্যার হুমকির প্রতিবাদে গতকাল বিকালে জেলা আওয়ামী লীগ অফিসের সামনে প্রধান সড়কে স্বাধীনতার সপক্ষের সর্বস্তরের মানুষের উদ্যোগে বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। নোয়াখালী আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নাজমুল হকের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আবদুল মমিন বিএসসি, যুগ্ম-সম্পাদক শামছুদ্দিন জেহান, শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু, নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্লাহ খান সোহেল, কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান, সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওমর ফারুক, সাধারণ সম্পাদক মো. হানিফ চৌধুরী চেয়ারম্যান, সুধারাম থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নাছের, জেলা জাতীয় পার্টির নেতা মোসাদ্দেক হোসেন, অ্যাডভোকেট আলতাফ এপিপি, জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা এমদাদ হোসেন কৈশোর, পৌর কাউন্সিলর জাহেদুর রহমান শামীম, যুবলীগ নেতা তারেক, ইমন ভট্ট, স্বেচ্ছাসেবক লীগ নেতা খালেদ মোশাররফ রাজু প্রমুখ। বক্তারা ফেসবুক ও মুঠোফোনে খুদেবার্তার মাধ্যমে একরাম চৌধুরীকে হত্যার হুমকির প্রতিবাদ এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. সাহেদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এমপি একরাম চৌধুরীকে হুমকিদাতা মনছুর আহম্মদ সোহাগকে গতকাল বিকালে সদরের চর উরিয়া থেকে আটক করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।

উল্লেখ্য, মঙ্গলবার পুলিশের আইজিসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তার কাছে এমপি একরাম চৌধুরীকে হত্যার হুমকি দিয়ে খুদেবার্তা পাঠানো হয়। একই দিন তার নিজের মুঠোফোনেও হত্যার হুমকি দিয়ে খুদেবার্তা পাঠানো হয়।

সর্বশেষ খবর